shono
Advertisement

খড়দহ-টিটাগড়-দমদমের পর আগরপাড়া, ফের জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু প্রৌঢ়ের

জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭।
Posted: 09:49 AM Sep 23, 2021Updated: 09:49 AM Sep 23, 2021

অর্ণব দাস, বারাসত: টিটাগড়-খড়দহ-দমদমের পর এবার আগরপাড়া (Agarpara)। ফের জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একজনের। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে আগরপাড়ার তারাপুকুর এলাকায়। এ নিয়ে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। তাদের মধ্যে তিনজন শিশু। যার জেরে বাড়ছে উদ্বেগ।

Advertisement

দু’দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন আগরপাড়া, খড়দহ, দমদমের একাধিক এলাকা। এখনও বজল বেরয়নি। তারাপুকুর এলাকার বাসিন্দা দীপক চৌধুরীর (৬৫) বাড়ির আশপাশে জল জমে ছিল। বুধবার রাতে বাইরে গিয়েছিলেন তিনি। বাড়ি ঢোকার সময় মূল ফটকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি বলে অভিযোগ। জমা জলের মধ্যেই পড়েছিলেন তিনি।

মৃত প্রৌঢ় দীপক চৌধুরী।

 

[আরও পড়ুন: WB Bypolls: জোড়া নিম্নচাপের মধ্যেই নির্বাচন, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকছে NDRF]

প্রতিবেশীরা খড়দহ থানা ও বিদ্যুৎ বিভাগে খবর দেয়। বিদ্যুৎ সংযোগ বন্ধ করার পর খড়দহ থানার পুলিশ গুরুতর অসুস্থ অবস্থায় দীপকবাবুকে উদ্ধার করে। বলরাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন প্রৌঢ়।

প্রসঙ্গত, মঙ্গলবার খড়দহ এবং টিটাগড়ে একইভাবে জমাজলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু হয়। বুধবার বিকেলে সেই ঘটনার পুনরাবৃত্তি হয় দমদম বান্ধবনগরে।  খেলতে খেলতে লাইট পোস্টে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় দুই বালিকা।

[আরও পড়ুন: Coronavirus: দ্রুত টিকাকরণের আওতায় রাজ্যের সব কলেজ পড়ুয়া! উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য দপ্তর]

প্রবল বৃষ্টির পর এখনও জল জমে রয়েছে বহু এলাকায়। দমদমের বান্ধবনগরের বহু অংশ এখনও জলের নিচে। রাস্তার উপর অপেক্ষাকৃত শুকনো জায়গায় খেলছিল দু’জন। লাইট পোস্টটি রাস্তার পাশের মাঠে পোঁতা। সেটির খানিকটা জলের নিচে ডোবা ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। খেলতে খেলতে তাতেই হাত দেয় দুই শিশু। এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচৈতন্য হয়ে পরে। বান্ধবনগর দক্ষিণ দমদম পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের অন্তগর্ত।

দমদমের বহু এলাকা জলে থই থই ছিল বুধবারও।  দক্ষিণ দমদম পুরসভা সূত্রে জানা গিয়েছে, দমদম পার্কের পাশে ক্যান্টনমেন্ট খাল, বাগজোলা খালের জল ব্যাক-ফ্লো করছে। পুরসভা সূত্রে খবর, ২৫, ২৬, ২৭, ২৮ নম্বর ওয়ার্ড–সহ বিভিন্ন এলাকায় এখনও পর্যন্ত প্রায় হাঁটু জল। সবকটি পাম্প চালিয়েও নাব্যতা কম থাকার কারণে খালের জল ফেরত আসছে।  একই পরিস্থিতি টিটাগড়, খড়দহ, সোদপুর, আগরপাড়ার বিস্তীর্ণ এলাকায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement