shono
Advertisement

Breaking News

শহরে ভেজাল ঘি কাণ্ডে ধৃত আরও ১, উদ্ধার নামী কোম্পানির লেবেল

ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরার ভাবনা৷ The post শহরে ভেজাল ঘি কাণ্ডে ধৃত আরও ১, উদ্ধার নামী কোম্পানির লেবেল appeared first on Sangbad Pratidin.
Posted: 02:56 PM Jul 28, 2018Updated: 03:26 PM Jul 28, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেজাল ঘি কাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ৷ বরাহনগরের আলমবাজার থেকে রঞ্জিত সাউ নামে একজনকে গ্রেপ্তার করা হয়৷ ধৃতের বাড়ি থেকে বেশ কিছু নামীদামি কোম্পানির লেবেল উদ্ধার করা হয়েছে৷

Advertisement

[সল্টলেক সেক্টর ফাইভে হকার উচ্ছেদের ঘোষণা, পালটা আন্দোলনের ডাক]

মাসকয়েক আগে খবরের শিরোনামে উঠে আসে ভাগাড় কাণ্ড৷ তারপরই একে একে সামনে আসে ভেজাল ঘি, ভেজাল মদ এমনকী ভেজাল জলের ব্যবসাও৷ মোমের প্রলেপ দেওয়া আপেলও সামনে আসে৷ ভেজাল খাবারের রমরমা ব্যবসা রোধে পুরসভার তরফে খোঁজ শুরু করা হয়৷ বিভিন্ন রেস্তরাঁ, দোকান, বাজারের গিয়ে গিয়ে খাবারের খাদ্যগুণ খতিয়ে দেখা হয়৷ ইতিমধ্যেই শহরের তথ্যপ্রযুক্তি নগরী সল্টলেকেও অভিযান চালায় পুরকর্তারা৷ বাতিলও করা হয় বেশ কয়েকটি রেস্তরাঁর লাইসেন্স৷

[শহরে ফের ভেঙে পড়ল পুরনো বাড়ি, আতঙ্ক ছড়াল বেনিয়াটোলা স্ট্রিটে]

ভেজাল ঘি তৈরি হচ্ছে গোপনসূত্রে এই খবর পায় কলকাতা পুলিশ৷ রবীন্দ্র সরণি এলাকার একটি বাড়িতে হানা দেন তদন্তকারীরা৷ ওই বাড়িতে হানা দিয়ে পুলিশ দেখে বেশ রমরমিয়েই তৈরি হচ্ছে ভেজাল ঘি৷ যে ঘরটিতে ঘি তৈরি হচ্ছিল, ওই জায়গাটি অত্যন্ত অস্বাস্থ্যকর বলে দাবি পুলিশ আধিকারিকদের৷ ওই ঘর থেকেই পুলিশ নামীদামি কোম্পানির লেবেল উদ্ধার করে পুলিশ৷ ভেজাল ঘি তৈরির ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে৷

[কলকাতায় এসে নিশ্চিন্তে ‘সন্ধ্যা’ দেখল কাশ্মীরের তরুণ ফুটবলাররা]

নদিন ধরে একটানা জেরা করা হয় ওই দুই ধৃতকে৷ পুলিশি জেরায় ভেঙে পড়ে অভিযুক্তরা৷ পুলিশসূত্রে খবর, কীভাবে ভেজাল ঘি তৈরি করত তারা, জেরায় তা জানায় ধৃতরা৷ তারা জানায়, ভেজাল ঘি তৈরির পর নামীদামি কোম্পানির লেবেল সাঁটা কৌটোয় করে তা বাজারে বিক্রি করা হত৷ দুই অভিযুক্তকে জেরা করেই সামনে আসে রঞ্জিত সাউয়ের নাম৷ ভেজাল ঘিয়ের ব্যবসায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল সে৷ কোম্পানির লেবেলগুলিই রঞ্জিত সরবরাহ করত বলেই জেরায় জানতে পারেন তদন্তকারীরা৷ এরপরই অভিযুক্তকে বরাহনগরের আলমবাজার থেকে গ্রেপ্তার করা হয়৷ এই নিয়ে রবীন্দ্র সরণিতে ভেজাল ঘি কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৷ ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করার চিন্তাভাবনা করছেন তদন্তকারীরা৷

The post শহরে ভেজাল ঘি কাণ্ডে ধৃত আরও ১, উদ্ধার নামী কোম্পানির লেবেল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement