shono
Advertisement

অবসর নিচ্ছেন জেনারেল শরিফ! অবাক পাক মিডিয়া-জনতা

পাক সেনার মুখ্য জনসংযোগ আধিকারিকের এক টুইটে উত্তেজনার ঢেউ গোটা দেশে৷ The post অবসর নিচ্ছেন জেনারেল শরিফ! অবাক পাক মিডিয়া-জনতা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:23 AM Nov 23, 2016Updated: 06:53 PM Nov 22, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক সেনার মুখ্য জনসংযোগ আধিকারিকের এক টুইটে উত্তেজনার ঢেউ গোটা দেশে৷

Advertisement

আগামী ২৯ শে নভেম্বর পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফের অবসরগ্রহণের বিষয়ে আভাস দেওয়া এক টুইটেই সংবাদমাধ্যম থেকে শুরু করে সব মহলেই নানা গুঞ্জন ভেসে আসছে৷ যে দেশে গত ১৮ বছরে মাত্র তিনবার সেনাপ্রধান বদল হয়েছে, যেখানে প্রশাসনকেও সামরিক অভ্যুত্থানের চোখ রাঙানি দেখায় সেনা, সেখানে আচমকাই সেনাপ্রধানের এমন প্রস্থানের ইঙ্গিতে হচকিত সবাই৷ সবার মনে প্রশ্ন একটাই, আদৌ তিনি অবসর নেবেন তো?

‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-এ জানানো হয়েছে যে, পাক সেনার জনসংযোগ আধিকারিকের করা টুইট মিডিয়াতে বর্তমানে জ্বলন্ত আলোচনার বিষয়৷ ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-সহ অন্যান্য পাকিস্তানি সংবাদমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, জেনারেল রাহিল শরিফের এই সিদ্ধান্ত অন্যান্য দেশ-সহ পাকিস্তানের কাছেও এক গুরুত্বপূর্ণ৷ আরও এক জনৈক সংবাদমাধ্যম তাদের সম্পাদকীয়তে লিখেছে, জেনারেল শরিফের সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ তিনি বেশ পুরনো প্রথা ভেঙেই প্রত্যাবর্তনের রাস্তায় হাঁটছেন না৷ আদতে দেশের সেনাপ্রধান জানুয়ারি মাসেই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন৷ নিজের কথাতেই তিনি অনড় রইলেন৷

The post অবসর নিচ্ছেন জেনারেল শরিফ! অবাক পাক মিডিয়া-জনতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement