সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একমাত্র সংসদই সংবিধান (Indian Constitution) বদলের পরিকল্পনা করতে পারে। বিচারব্যবস্থা বা অন্য কোনও প্রতিষ্ঠান সংবিধান বদলাতে পারে না। রাজ্যসভায় এমনই মন্তব্য করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। বেশ কিছুদিন ধরেই সংবিধান সংশোধন বিচারপতি নিয়োগের প্রক্রিয়ায় বদল আনতে চাইছে কেন্দ্র। সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে উপরাষ্ট্রপতির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে ধনকড় বলেন, “সংবিধান যদি পালটাতে হয়, তাহলে সেটা সংসদের মধ্যে থেকেই শুরু করতে হবে। আধিকারিক বা বিচারব্যবস্থা সঙ্গে জড়িতরা সংবিধান পালটাতে পারে না। সংসদ থেকেই শুরু করে সংসদেই শেষ হয় সংবিধান বদলের প্রক্রিয়া। সেখানে অন্য কোনও বিভাগের কোনও ভূমিকাই নেই।”
[আরও পড়ুন: মাদক পাচারের পর্দাফাঁস, মুর্শিদাবাদে এসটিএফের হাতে গ্রেপ্তার ভিনরাজ্যের যুবক-সহ ৪]
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই বিচারপতি নিয়োগের কলেজিয়াম প্রথার বিরোধিতা করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। তিনি মন্তব্য করেছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে নিয়ম বদলায়। বিচারপতি নিয়োগের যে প্রক্রিয়া এখন চলছে, সেটাও পালটানো দরকার। দরকার পড়লে সংবিধান সংশোধন করতে হবে, এমনটাও বলেছেন রিজিজু।
এহেন পরিস্থিতিতে বিচারপতিদের আরও আক্রমণ করে রিজিজু বলেছিলেন, কিছু অবসরপ্রাপ্ত বিচারপতি, এই ৩-৪ জন। আর কিছু সমাজকর্মী ভারত-বিরোধী গ্যাংয়ের মতো আচরণ করছেন। ওরা চাইছেন আদালত বিরোধী দলের ভূমিকা পালন করুক। আগেই রিজিজু দাবি করেছিলেন, বিচারপতি নিয়োগে সাংসদ-বিধায়কদেরও ভূমিকা থাকা দরকার। তার মধ্যেই সংবিধান সংশোধন সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।