shono
Advertisement
Delhi

দিল্লি থেকে গ্রেপ্তার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী, মানব পাচারচক্রের জাল ছিঁড়ল পুলিশ

গোয়েন্দাদের নজর রয়েছে অন্তত ১৭৫ জনের উপর।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 02:40 PM Dec 24, 2024Updated: 04:24 PM Dec 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার রাজধানী দিল্লি থেকে গ্রেপ্তার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী। পাচারচক্রের হাত ধরেই এদেশে ঢুকেছিল তারা বলে খবর। মঙ্গলবার শহরে অভিযান চালিয়ে মোট এগারো জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। গোয়েন্দাদের নজর রয়েছে অন্তত ১৭৫ জনের উপর।

Advertisement

জানা গিয়েছে, এক খুনের ঘটনার তদন্তে গিয়ে এই চক্রের হদিশ পায় দিল্লি পুলিশ। তল্লাশি চালিয়ে এগারো জনকে গ্রেপ্তারি করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশিদের কাছে উপযুক্ত কোনও নথি ছিল না। তারা ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করছিল। বাকিরা জাল নথি বানাতে তাদের সাহায্য করে। তদন্তকারীদের সন্দেহের তালিকায় রয়েছে আরও বহু। তদন্তকারীদের কাছে খবর রয়েছে, সাম্প্রতিক সময় প্রায় ১১০০ বাংলাদেশি অনুপ্রবেশ ঘটিয়েছে ভারতে। পশ্চিমবঙ্গ, কেরল, মুম্বইয়ের মতো বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়েছে তারা।

উল্লেখ্য, শেখ হাসিনাহীন বাংলাদেশে ক্রমেই সক্রিয় হচ্ছে জেহাদি শক্তি। যাদের সঙ্গে পাকিস্তানের জঙ্গিরা হাত মেলাচ্ছে বলে খবর। ওপার বাংলায় বসেই ভারতে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর ছক কষছে আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) মতো জেহাদি সংগঠন। সম্প্রতি বিভিন্ন গোয়েন্দা সংস্থা মারফত এমনই তথ্য পেয়ে অভিযানে নামে অসম এসটিএফ। দেশের মোট ৮টি রাজ্যে শুরু হয় 'অপারেশন প্রঘাত'। গত ১৭ ও ১৮ ডিসেম্বর পশ্চিমবঙ্গ ও কেরল পুলিশের সঙ্গে তাদের যৌথ অভিযানে ধরা পরে এবিটির ৮ জঙ্গি। এদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয় অসম থেকেই।

এদিকে পশ্চিমবঙ্গ ও অসম পুলিশের যৌথ অভিযানে মুর্শিদাবাদ থেকে ধরা পড়ে বাংলাদেশের এই জঙ্গি সংগঠনটির দুই সদস্য। জেরায় ধৃতরা জানায়, তাদের নিশানা ছিল ‘শিলিগুড়ি করিডর’। ভূকৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় আঘাত হেনে গোটা ভারত উত্তপ্ত করার ছক কষেছে আল কায়দার ছায়া সংগঠন এবিটি। শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশে অতি সক্রিয় হয়ে উঠেছে আনসারুল্লা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার রাজধানী দিল্লি থেকে গ্রেপ্তার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী। পাচারচক্রের হাত ধরেই এদেশে ঢুকেছিল তারা বলে খবর।
  • মঙ্গলবার শহরে অভিযান চালিয়ে মোট এগারো জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
  • এক খুনের ঘটনার তদন্তে গিয়ে এই চক্রের হদিশ পায় দিল্লি পুলিশ।
Advertisement