সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে দেশে ফিরলেন আটকে পড়া আরও ২৭৪ জন ভারতীয়। ইজরায়েলে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে অপারেশন অজয় শুরু করেছে কেন্দ্র। এটা ছিল চতুর্থ বিমান। বিদেশমন্ত্রী এস জয়শংকর এক্স হ্যান্ডলে পোস্ট করে সকলকে এই খবর জানিয়েছেন।
জয়শংকর লিখেছেন, ‘এটা ছিল দিনের দ্বিতীয় উড়ান। তেল আভিভ থেকে ফিরলেন ২৭৪ জন ভারতীয়।’ উল্লেখ্য, ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে অপারেশন অজয়। শনিবার ঘণ্টাকয়েকের ব্যবধানে যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে দুটি বিমানে ভারতে ফিরলেন আটক ভারতীয়রা। প্রথম বিমানে ফিরেছিলেন ২১২ জন। পরের উড়ানে ফিরেছিলেন ২৩৫ জন। শনিবারের দুই উড়ানের পর সব মিলিয়ে ৯১৮ জন ভারতীয়কে দেশে ফেরাল অপারেশন অজয়।
[আরও পড়ুন: দত্তক নেওয়ার আইনি প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা কেন! কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের]
ইজরায়েলে বসবাস ও কর্মসূত্রে রয়েছেন ১৮ হাজার ভারতীয়। তাঁদেল মধ্যে অনেকে পড়ুয়া। অনেকে আবার তথ্যপ্রযুক্তি কর্মী। বর্তমান পরিস্থিতিতে তাঁরা বিপন্ন হয়ে পড়েছেন। সপ্তাহখানেক আগে গাজা (Gaza) ভূখণ্ড থেকে হামাস (Hamas) জঙ্গিরা রকেট হামলা করে ইজরায়েলে। সেই সঙ্গে সেখানে ঢুকে পড়ে বহু জঙ্গি। চালাতে থাকে নির্যাতন। সব মিলিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৩০০ জন ইজরায়েলি। পালটা জবাব দিয়েছে ইজরায়েল (Israel)। এখনও পর্যন্ত গাজায় অন্তত ১ হাজার ৯০০ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে।