সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেকস্যাভি মধ্যবিত্তের ঝোলায় নতুন সংযোজন অপ্পো’র A37৷ সদ্য লঞ্চ হওয়ার এই চাইনিজ ফোনটির দাম ধার্য করা হয়েছে ভারতীয় মূল্যে ১৩,৩০০ টাকা৷
৫ ইঞ্চি এইচডি এবং আইপিএস ডিসপ্লে’র এই স্মার্টফোনটিতে রয়েছে অত্যাধুনিক সব ফিচারস৷ অক্টাকোর মিডিয়া টেক MT6750 প্রসেসর যুক্ত এই ফোনটি ৫.১ অ্যান্ড্রয়েড ললিপপ ভারশন৷ ডুয়াল সিমের এই ফোনটিতে রয়েছে ২ জিবি র্যাম এবং ১৬ জিবি ইনবিল্ট স্টোরেজ৷ পাশপাশি, ফোনটিতে রয়েছে ১২৮ জিবি স্টোর করার ক্ষমতা৷
4G এই ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২৬৩০ mAh ব্যাটারি৷ ১৩৬ গ্রাম ওজনের এই স্মার্টফোনটি ৭.৬ মিলিমিটারের এই ফোনটি খুবই স্লিক৷ সাদা, কালো এবং ধূসর রঙে এই ফোনটি মিলবে বাজারে৷
অপ্পো’র এই নয়া ফোন সদ্যই চিনের বাজারে আলোড়ন তৈরি করেছে৷ ভারতের বাজারে এই ফোন আসতে চলেছে শীঘ্রই৷
The post এসে গেল ইউনিক ফিচারের 4G সাপোর্টেড স্মার্টফোন appeared first on Sangbad Pratidin.