shono
Advertisement

অন্তঃসারশূন্য, বোকা বানানোর চেষ্টা! মোদি সরকারের অন্তর্বর্তী বাজেট নিয়ে খোঁচা বিরোধীদের

পুরো বিষয়টিকে অর্থমন্ত্রীর 'নাটক' বলে কটাক্ষ করেছেন বিরোধীরা।
Posted: 04:26 PM Feb 01, 2024Updated: 05:14 PM Feb 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদি সরকারের অন্তর্বর্তী বাজেটে ‘অন্তঃসারশূন্য’। জনতাকে বোকা বানানোর বাজেট। লোকসভা ভোটের আগের বাজেটে এ ভাষাতেই কটাক্ষ করলেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, বাজেটে বেকারত্ব ঘোচানোর কোনও উপায় বলা নেই। এমনকী, মধ্যবিত্তের জন্যও কোনও ছাড় নেই। পুরো বিষয়টিকে অর্থমন্ত্রীর ‘নাটক’ বলে কটাক্ষ করেছেন বিরোধীরা।

Advertisement

বাজেটকে খোঁচা মেরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “অন্তঃসারশূন্য বাজেট। কথার জাগলারি, ভাষার সস্তা চটক। সাধারণ মানুষের স্বস্তি নেই, প্রাপ্তিও নেই।” তাঁর অভিযোগ, “বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত। কথা না রাখা ভাঁওতাবাজির বাজেট। শুধু তিনমাসের ব্যয়বরাদ্দ অনুমোদনের কাজ করতে গিয়ে তার বাইরের অবাস্তব নাটকের চিত্রনাট্য অর্থমন্ত্রীর।”

 

[আরও পড়ুন: মিলল না করছাড়, নির্মলার অন্তর্বর্তী বাজেটে হতাশ মধ্যবিত্ত]

তৃণমূলের সুরেই খোঁচা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর কথায়, “এটা কি চাকরিহীনদের কর্মসংস্থানের বাজেট? নাকি লোকসভা ভোটের বছরে ভুল বুঝিয়ে মানুষের মন জয় করার চেষ্টা?”

 

 

দলেরই আরেক নেতা শচীন পাইলটের কথায়, “অর্থমন্ত্রীর বাজেট ভাষণ শুনে মনে হচ্ছিল ভোটের প্রচার করছেন।”

 

 

[আরও পড়ুন: ইডির গ্রেপ্তারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে হেমন্ত সোরেন, শুক্রে শুনানি]

 

অর্থমন্ত্রীর আত্মবিশ্বাসী ঘোষণা, “জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেটে গোটা বছরের অর্থনৈতিক পরিসংখ্যান তুলে ধরা হবে।” নির্মলা নিজের ভাষণে বারবার বুঝিয়ে দিয়েছেন, তাঁদের সরকার ফিরছে, তাই তড়িঘড়ি চমক দেওয়ার পক্ষে তিনি নন। অকালি দলের সাংসদ হরসিমরত কৌর বলছেন, “এই বাজেট অন্তঃসারশূন্য। এখন থেকেই যেভাবে ক্ষমতায় ফেরার সরকারের ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ।”

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement