shono
Advertisement

বিরোধী জোটের নয়া নাম I N D I A, বেঙ্গালুরুর বৈঠকের পরই ঘোষণা, এমন নাম কেন?

বেঙ্গালুরুতে মেগা বৈঠকেই চূড়ান্ত হয়ে গেল বিরোধী জোটের নাম।
Posted: 02:57 PM Jul 18, 2023Updated: 03:37 PM Jul 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা ছিলই। শুরু হয়েছিল আলোচনা ও পরিকল্পনাও। এবার কার্যত সিদ্ধান্তও হয়ে গেল। বেঙ্গালুরুতে মেগা বৈঠকেই চূড়ান্ত হয়ে গেল বিরোধী জোটের নাম। এই জোটের নাম হল ‘ইন্ডিয়া’। প্রথমে ডেরেক ও’ব্রায়েনের টুইটে মিলেছিল সে ইঙ্গিত। তার খানিক পরই আরজেডি আর শিব সেনার তরফে এই নাম নিশ্চিত করা হয়।

Advertisement

এদিন ২৬টি দলের বিরোধী বৈঠক শেষ হতেই ইঙ্গিতপূর্ণ টুইট করেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক। তিনি লেখেন, “চক দে ইন্ডিয়া।” আর তাতেই জল্পনা শুরু। তবে কি নতুন বিরোধী জোটের নাম ইন্ডিয়া? এবার জানা গেল, ইন্ডিয়া ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স অর্থাৎ INDIA হিসেবে পরিচিত পাবে এই মেগা জোট। চব্বিশের লোকসভায় বিজেপিকে কেন্দ্র থেকে ক্ষমতাচ্যুত করতে এই নামের মধ্যে দিয়ে দেশাত্মবোধ উসকে দিতে চাইল বিরোধীরা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি ‘ইনক্লুসিভ’ শব্দটি ব্যবহার করে বিজেপির বিভাজনের রাজনীতিকেও নিশানা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।  

[আরও পড়ুন: চাঁদের মাটিতে সফলভাবে পা রাখুক চন্দ্রযান ৩, আশায় ইসরোর বাঙালি বিজ্ঞানীর বাবা-মা]

মনমোহন সিং সরকারের সময় ইউনাইটেড প্রোগ্রেসিভ ফ্রন্ট বা ইউপিএ’র (UPA) জন্ম হয়। বর্তমানে পরিস্থিতি অনেকটাই আলাদা। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে আরও কিছু নতুন সর্বভারতীয় ও আঞ্চলিক দল। সবদিক বিচার করেই তাই নতুন জোটের নতুন নাম ঘোষণার চিন্তাভাবনা শুরু হয়েছিল। শোনা যাচ্ছিল, নাম হতে পারে ইন্ডিয়ান ইউনাইটেড ফ্রন্ট কিংবা ইউনাইটেড ইন্ডিয়া মোর্চা। তবে এবার ‘ইন্ডিয়া’ নামটিই সামনে আসছে। শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে বিষয়টি জানানো হবে।

এদিন বেঙ্গালুরুর বিরোধী বৈঠক ফলপ্রসূ বলেই জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে বেরিয়ে প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, “জোটের বৈঠক ভাল হয়েছে। গঠনমূলক হয়েছে।” তাঁর সেই বার্তা আবার টুইট করেছে কংগ্রেস। এদিকে কংগ্রেসের তরফে সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) স্পষ্ট বার্তা দেন, গণতন্ত্রকে রক্ষা করাই তাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী পদের জন্য লালায়িত নয় তারা। 

[আরও পড়ুন: ‘দলীয় কর্মীদের খুন হতে দেখেও চুপ বাম-কংগ্রেস’, পঞ্চায়েতে অশান্তি নিয়ে তোপ মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement