সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াকফ সংশোধনী বিলের যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) বৈঠকে কমিটির প্রধান ও এক সাক্ষীকে বিরোধী সদস্যরা হুমকি দিয়েছেন বলে গুরুতর অভিযোগ বিজেপি সাংসদ তেজস্বী সূর্যর। সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, তিনি এ ব্যাপারে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে যথাযথ ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন।
স্পিকারকে লেখা চিঠিতে তেজস্বী অভিযোগ করেছেন, গত ১৪ অক্টোবর জেপিসি বৈঠকে কর্নাটক রাজ্য সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান আনোয়ার মণিপাদ্দিকে ওয়াকফ সম্পর্কে তাঁর মতামত শোনার জন্য ডাকা হয়েছিল। সে সময় তিনি তাঁর কার্যকালের মেয়াদে ওই রাজ্যের একটি ওয়াকফ কেলেঙ্কারির রিপোর্ট তুলে ধরে তাঁর মতামত জানাচ্ছিলেন। সে সময় বিরোধী সাংসদরা তাঁর সঙ্গে ‘অসংসদীয় আচরণ’ করেন।
মঙ্গলবার অন্তত ১২ জন বিরোধী সাংসদ স্পিকার বিড়লাকে একটি চিঠিতে ওয়াকফ বিল নিয়ে জেপিসি-র বৈঠকে ‘সংসদীয় আচরণবিধির চরম লঙ্ঘনের’ অভিযোগ করেছিলেন। বিরোধী সাংসদরা কমিটির প্রধান জগদম্বিকা পালের বিরুদ্ধে ‘পক্ষপাতমূলক পদ্ধতিতে’ কার্য পরিচালনার অভিযোগ করেছেন। পালটা, বিড়লাকে লেখা চিঠিতে তেজস্বী অভিযোগ করেন, মণিপাদ্দি তাঁর বক্তব্য পেশ করার সময় ২০১২ সালে তাঁর জমা দেওয়া কর্নাটকের জমি কেলেঙ্কারির রিপোর্ট নিয়ে আলোচনা করছিলেন। ওই রিপোর্টে প্রায় ২০০০ একর ওয়াকফ জমির দখল বা বিক্রির অভিযোগ করা হয়েছে, যার মূল্য প্রায় ২ লক্ষ কোটি টাকা। কংগ্রেসের কিছু নেতা সেই কেলেঙ্কারিতে যুক্ত ছিলেন বলে অভিযোগ ওঠে। তেজস্বীর অভিযোগ, সেই সময় বিরোধী সাংসদরা সভার কাজে ব্যাঘাত সৃষ্টি করেন।
লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ হলেও বিরোধীদের আপত্তিতে তা পাশ করাতে পারেনি সরকার। বিলটিকে পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটিতে। এই বিল নিয়ে আলোচনার জন্য ৩১ সদস্যের কমিটি গড়েছে কেন্দ্র। যার চেয়ারপার্সন করা হয়েছে বিজেপি সাংসদ জগদম্বিকা পালকে। বিরোধীদের অভিযোগ, কমিটির প্রধান জগদম্বিকা পাল কোনওরকম নিয়ম মানছেন না। এবার পালটা বিরোধীদের বিরুদ্ধেই চেয়ারম্যানকে হেনস্তা করার অভিযোগ তুলল বিজেপি।