shono
Advertisement

সব হারিয়েও মেডিক্যাল এন্ট্রান্সে নজির তফসিলি কিশোরের

'এখনও অনেকটা পথ চলা বাকি'', বলল লাজুক ছেলেটি! The post সব হারিয়েও মেডিক্যাল এন্ট্রান্সে নজির তফসিলি কিশোরের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:23 PM Jun 18, 2016Updated: 03:53 PM Jun 18, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্ন ছিল বড় হয়ে স্নায়ুরোগ বিশেষজ্ঞ হবে৷ কিন্তু দারিদ্র্য বার বার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে৷ শুধুই কি দারিদ্র? ২০১৩ সালে মা মারা যান আর ২০১৫ সালে চলে যান বাবা৷ এহেন ছেলের স্বপ্নপূরণ কি আদৌ সম্ভব ছিল?
হয়তো ছিল৷ তা না হলে এমন কঠিন পরীক্ষায় এত সহজে উত্তীর্ণ হওয়া কি মুখের কথা?
ওড়িশার তফসিলি সম্প্রদায়ের নারায়ণ মল্লিক সব হারিয়েও AIIMS এন্ট্রান্সের মেধা তালিকায় ত্রয়োদশ স্থান অধিকার করেছে৷ মেডিক্যাল এন্ট্রান্সের পরীক্ষায় এমন ফলাফলে স্বভাবতই খুশি নারায়ণের আত্মীয়-স্বজন৷ খুশি সে নিজেও৷
কিন্তু এহেন কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে কী করে সফল হল নারায়ণ?
লাজুক নারায়ণ জানিয়েছে, বাবা মারা যাওয়ার পর থেকে আত্মীয়’র বাড়িতেই থাকত সে৷ প্রত্যেকেই সাহায্য করেছিলেন তাঁকে যাতে সে লেখাপড়া চালিয়ে নিয়ে যেতে পারে৷ শত সমস্যার মধ্যেও সে পরীক্ষায় পাশ করার চেষ্টা চালিয়ে গিয়েছে৷ তার এই অধ্যবসায়েরই ফল মিলেছে এবার৷ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স-এর প্রবেশিকা পরীক্ষায় তফশিলি তালিকায় ত্রয়োদশ স্থান অর্জন করেছে সে৷
কিন্তু এমন আর্থিক অনটনের মধ্যে লেখাপড়া চালিয়ে যাবে কী ভাবে নারায়ণ?
জানা গিয়েছে, ওড়িশার বেরহামপুরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে এসেছে নারায়ণের সাহায্যে৷ তার লেখাপড়ার খরচ বহনের উদ্যোগ নেওয়া হয়েছে এই সংস্থার পক্ষ থেকে৷
তবে কি স্বপ্ন সত্যি নারায়ণের?
আরও পড়তে চায় নারায়ণ৷ স্নায়ুরোগ বিষয়ে গবেষণা করতে চায় সে৷ আর তাই স্বপ্নের পথে সদ্য যাত্রা শুরু হয়েছে তার৷ ”এখনও অনেকটা পথ চলা বাকি”, বলল লাজুক ছেলেটি!

Advertisement

The post সব হারিয়েও মেডিক্যাল এন্ট্রান্সে নজির তফসিলি কিশোরের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement