সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোল্ডেন গ্লোবস, বাফটার পর এবার অস্কারের মঞ্চেও ‘ওপেনহাইমার’ (Oppenheimer) দাপট। সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন কিলিয়ন মারফি। অন্যদিকে সেরা পরিচালকের শিরোপা পেলেন ক্রিস্টোফার নোলান। এই প্রথম জীবনে অস্কার পালক জুড়ল নোলানের মুকুটে। পয়লা অ্যাকাডেমি পুরস্কার হাতে ধরে মঞ্চেই আবেগপ্রবণ পরিচালক। সবমিলিয়ে অ্যাকাডেমির মঞ্চে ৭টি অস্কার জিতে নিল ‘ওপেনহাইমার’।
মোট ১৩টি মনোনয়ন পেয়েছিল কিলিয়ান মারফি অভিনীত এই ছবি। তার মধ্যে সাতটি বিভাগে সেরার সেরা পুরস্কার পেল। বিগত এক দশকের বেশি সময়ে একসঙ্গে একগুলো অস্কার কোনও সিনেমার ঝুলিতে যায়নি। সেই প্রেক্ষিতে বলাই যায় যে, অ্যাকাডেমি পুরস্কারের ইতিহাসেও এক মাইলস্টোন গড়ল ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’। যে ছবি বিতর্কে জড়িয়েও বাফটা, গোল্ডেন গ্লোবস আর এবার অ্যাকাডেমির মঞ্চেও বাজিমাত করে বিশ্বজুড়ে সারা ফেলে দিয়েছে। ২২ বছরের খরা কাটিয়ে নোলানের প্রথম অস্কার। উচ্ছ্বসিত অভিনেতা।
তেইশের সিনেদুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিল ‘ওপেনহাইমার’। জে রবার্ট ওপেনহাইমার, যিনি পরমাণু বোমার জনক নামে পরিচিত, সেই বিস্ময়কর ব্যক্তির কাহিনি অবলম্বনেই এই ছবি তৈরি করেন ক্রিস্টোফার নোলান। আমেরিকাকে পরমাণু বোমা উপহার দিয়েও তিনি পেয়েছিলেন দেশদ্রোহীর তকমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ঘিরে জন্ম নেওয়া বহু বিষণ্ণ আখ্যানের মতোই সেও এক করুণ ইতিহাস। সেই ইতিহাস সিনেমার পর্দায় তুলে ধরেছেন নোলান। তবে কম বিতর্ক হয়নি এই সিনেমাকে ঘিরে। তবুও ৫টি গোল্ডেন গ্লোবস, ৭টি বাফটা জিতে এবার ৭টি অস্কার জিতে নিল ‘ওপেনহাইমার’।