shono
Advertisement

একবছরে সম্পত্তির বদলে গরু-বাছুরের সংখ্যা বেড়েছে নীতীশ কুমারের

মুখ্যমন্ত্রীকে ছাপিয়ে গিয়েছে মন্ত্রীদের বিষয়-আশয়। The post একবছরে সম্পত্তির বদলে গরু-বাছুরের সংখ্যা বেড়েছে নীতীশ কুমারের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:58 PM Jan 01, 2020Updated: 07:58 PM Jan 01, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পত্তির নিরিখে মুখ্যমন্ত্রীকে টেক্কা দিলেন রাজ্যের অন্য মন্ত্রীরা। সরকারি নথি অনুযায়ী, গত এক বছরে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের হাতে থাকা টাকার পরিমাণ তো বাড়েইনি, উলটে কমেছে। বরং বেড়েছে গোয়ালের গরু-বাছুরের সংখ্যা। ২০১৯-এর শেষদিনে বিহার সরকারের ওয়েবসাইটে প্রকাশিত হওয়া নথি থেকে উঠে এসেছে এমনই তথ্য। প্রসঙ্গত, ২০১০ সাল থেকেই বিহার সরকারের ওয়েবসাইটে মন্ত্রীদের সম্পত্তির পরিমাণ তুলে ধরা হয়। এ বছরও তার অন্যথা হয়নি। সেখান থেকে উঠে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, স্থাবর-অস্থাবর সম্পত্তিতে ছেলে নিশান্তও বাবা নীতীশকে টেক্কা দিয়েছেন।

Advertisement

সেই ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, বিহারের মুখ্যমন্ত্রীর টাকা-পয়সা বাড়েনি। বরং কমেছে। গত বছর যেখানে তাঁর হাতে ছিল ৪২ হাজার টাকা, এ বছর তা ৩৮ হাজারে এসে ঠেকেছে। উলটে গোয়ালে বেড়েছে গরু-বাছুর। সরকারি নথি বলছে, গত বছর ৮টি গরু ও ৬টি বাছুর ছিল তাঁর। এ বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০টি গরু এবং ৭টি বাছুর। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের অস্থাবর সম্পত্তি রয়েছে ১৬ লক্ষ টাকার। আর স্থাবর সম্পত্তি রয়েছে ৪০ লক্ষ টাকার। যার মধ্যে দিল্লির দ্বারকার একটি ফ্ল্যাটও রয়েছে।

[আরও পড়ুন : দায়িত্বে বসেই পাকিস্তানকে রণহুঙ্কার দিয়ে রাখলেন নয়া সেনাপ্রধান]

বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীলকুমার মোদির মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ২৬ লক্ষ টাকা। পেশায় অধ্যাপিকা তাঁর স্ত্রী জেসি জর্জের নামেও প্রায় দেড় কোটির সম্পত্তি রয়েছে। ব্যাংকে রয়েছে মোট ৮১ লক্ষ ৫৪ হাজার টাকা। আবার স্ত্রীর নামে রয়েছে ৯৭ লক্ষ ১৮ হাজার টাকা। সরকারি তথ্য অনুযায়ী, বিহারের সবচেয়ে ধনী মন্ত্রী সুরেশ শর্মা। তিনি ন’কোটি টাকার সম্পত্তির মালিক। গত বছর নীতীশের মন্ত্রিসভায় স্থান পাওয়া সঞ্জয় ঝাঁর স্ত্রীর সঙ্গে যৌথভাবে ২২ কোটি টাকার সম্পত্তি রয়েছে। নীতীশের মন্ত্রিসভায় সবচেয়ে দরিদ্র মন্ত্রী নীরজ কুমার।

[আরও পড়ুন : দায়িত্বে বসেই পাকিস্তানকে রণহুঙ্কার দিয়ে রাখলেন নয়া সেনাপ্রধান]

এদিকে স্থাবর ও অস্থাবর সম্পত্তির দিক থেকে মুখ্যমন্ত্রীকে টেক্কা দিয়েছে তাঁর ছেলেও। মৃত মায়ের সম্পত্তির মালিক ছেলে নিশান্ত। তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৩৯ লক্ষ টাকা। আর মোট স্থাবর সম্পত্তি রয়েছে ১ লক্ষ ৪৮ হাজার টাকার।

The post একবছরে সম্পত্তির বদলে গরু-বাছুরের সংখ্যা বেড়েছে নীতীশ কুমারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement