shono
Advertisement

Breaking News

D Gukesh

৬৪ খোপে রাজায়-রাজায় যুদ্ধ! কার্লসেনের বিরুদ্ধে খেলবেন বিশ্বজয়ী গুকেশ

বিশ্বচ্যাম্পিয়নশিপ জিতেই কার্লসেনের বিরুদ্ধে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন গুকেশ।
Published By: Anwesha AdhikaryPosted: 12:48 PM Dec 17, 2024Updated: 12:48 PM Dec 17, 2024

শিলাজিৎ সরকার: একজন বিশ্বের একনম্বর দাবাড়ু। অন্যজন সদ্যই নজির গড়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। এবার ৬৪ খোপের যুদ্ধে দুই দাবাড়ু মুখোমুখি হতে চলেছেন। জানা গিয়েছে, আগামী বছর নরওয়ে চেস টুর্নামেন্টে খেলবেন ম্যাগনাস কার্লসেন এবং ডি গুকেশ। উল্লেখ্য, চলতি বছরে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন কার্লসেন।

Advertisement

গত সপ্তাহে বিশ্বচ্যাম্পিয়নশিপ জিতেই কার্লসেনের বিরুদ্ধে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন গুকেশ। সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, “বিশ্বচ্যাম্পিয়নশিপ জিতেছি মানে এই নয় যে আমি দুনিয়ার সেরা দাবাড়ু। বিশ্বসেরা দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন। উনি যে পর্যায়ে পৌঁছেছেন, আমিও সেখানে যেতে চাই। কার্লসেনের বিরুদ্ধে বিশ্বচ্যাম্পিয়নশিপ খেলতে চাই, কারণ দাবার দুনিয়ায় ওটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্বের সেরা দাবাড়ুর বিরুদ্ধে নিজেকে যাচাই করে দেখব।”

কিন্তু গুকেশের ভূয়সী প্রশংসা করলেও কার্লসেন সাফ জানিয়ে দেন, ভবিষ্যতে আর বিশ্বচ্যাম্পিয়নশিপে খেলবেন না তিনি। কারণ বিশ্বচ্যাম্পিয়নশিপ আসলে সার্কাস। তবে ১৮ বছর বয়সি দাবাড়ু বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে আগামী দিনে আরও ভালো খেলবেন বলেই আশাবাদী ছিলেন কার্লসেন। এবার সেয়ানে সেয়ানে টক্কর হতে চলেছে বিশ্বের দুই অন্যতম সেরা দাবাড়ুর মধ্যে। আগামী বছর কার্লসেনের দেশ নরওয়েতেই দেখা যাবে দুই দাবাড়ুর লড়াই।

আগামী বছর ২৬ মে থেকে শুরু হতে চলেছে নরওয়ে চেস টুর্নামেন্ট। সেখানে অংশ নেবেন ৬ জন দাবাড়ু। গুকেশ ছাড়াও ভারতের একনম্বর দাবাড়ু অর্জুন ইরিগাইসিকে দেখা যাবে এই টুর্নামেন্টে। রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হবে ৬ জন দাবাড়ুর মধ্যে। উল্লেখ্য, গতবছর এই টুর্নামেন্টে খেলেননি গুকেশ। তার আগেরবার খেলে তৃতীয় হয়েছিলেন। অন্যদিকে, গতবারে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন কার্লসেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গুকেশের ভূয়সী প্রশংসা করলেও কার্লসেন সাফ জানিয়ে দেন, ভবিষ্যতে আর বিশ্বচ্যাম্পিয়নশিপে খেলবেন না তিনি।
  • আগামী বছর ২৬ মে থেকে শুরু হতে চলেছে নরওয়ে চেস টুর্নামেন্ট।
  • গতবছর এই টুর্নামেন্টে খেলেননি গুকেশ। তার আগেরবার খেলে তৃতীয় হয়েছিলেন।
Advertisement