সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ইতিহাস গড়ার দিকে একধাপ এগিয়ে গেলেন নোভাক জকোভিচ। মঙ্গলবার অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2025) পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে সার্বিয়ান কিংবদন্তি এক সেট খুইয়ে ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪-এ হারালেন ২১ বছরের কার্লোস আলকারাজকে। আরও একবার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটালেন জকোভিচ। আরও একবার বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন তিনি। ২৫তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের স্বপ্ন নিয়ে এবারের অস্ট্রেলিয়ান ওপেনে নামা জকোভিচ পৌঁছে গেলেন সেমিফাইনালে।
এদিন শুরুটা অবশ্য দুর্দান্ত করেছিলেন স্পেনের তরুণ তারকা আলকারাজ। দুই তারকাই পরস্পরের সার্ভিস ভাঙেন। এবং শেষপর্যন্ত প্রথম সেটটি দখল করেন আলকারাজ। এরপরই ম্যাচে দারুণভাবে ফিরে আসেন ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক। অতীতে বহুবার দেখা গিয়েছে কঠিন পরিস্থিতিতে নিজেকে উজাড় করে দেন জকোভিচ। এদিনও তার ব্যতিক্রম হল না। দ্বিতীয় সেট থেকেই পাল্টা জবাব দিতে শুরু করেন সার্বিয়ান তারকা।
যার উত্তর আলকারাজের কাছে সেভাবে ছিল না। পরপর দু’টি সেট অনায়াসে জিতে ম্যাচের দখল নিয়ে নেন তিনি। মাঝে অবশ্য পায়ের সমস্যা হওয়ায় চিকিৎসা করাতে হয় জকোভিচকে। কিন্তু যাবতীয় সমস্যাকে অতিক্রম করে ১২বার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন নোভাক। চতুর্থ সেটের শেষে আলকারাজ ফেরার মরিয়া চেষ্টা করেছিলেন। যদিও তা কাজে লাগেনি।
আরও একবার দুরন্ত প্রত্যাবর্তনের নজির গড়ে ইতিহাস গড়ার লক্ষ্যে এগিয়ে গেলেন টেনিসের মহাতারকা। এদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন জকোভিচের স্ত্রী এবং সন্তানরা। জয়ের পর তাঁদের দিকে ছুড়ে দিলেন সাফল্যের চুম্বন। আগের ম্যাচে কোর্ট সাক্ষাৎকার দিতে অস্বীকার করেছিলেন জকোভিচ। এদিন অবশ্য স্নেহশীল পিতার ভূমিকায় দেখা গেল জকোভিচকে। সন্তানদের উদ্দেশে বললেন, ‘‘স্টেডিয়ামে আমার সন্তানদের দেখে সত্যিই অবাক হয়ে গিয়েছি। ওরা আমাকে সমর্থন করতে এসেছে দেখে ভালো লাগছে।”