shono
Advertisement
Salman Khan-Katrina Kaif

'প্রাক্তন' সলমনের জন্মদিনে আপ্লুত ক্যাটরিনা! 'সত্যিকারের সুপার হিউম্যান' বলছেন ভিকিঘরনি

রিল ও রিয়েল লাইফ, সলমন-ক্যাটরিনার রসায়ন সবসময়ই সুপারহিট।
Published By: Arani BhattacharyaPosted: 09:39 PM Dec 27, 2025Updated: 10:39 PM Dec 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্ক চুকেছে বহু আগেই। সলমন খান ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক নিয়ে বিতর্ক না তৈরি হলেও তা নিয়ে চর্চা একসময়ে ছিল। সেই সম্পর্কে ইতি টেনেছিলেন তাঁরা পারস্পরিক বোঝাপড়্রার মাধ্যমে। তবে সম্পর্ক শেষ হলেও বন্ধুত্ব ও সৌজন্যমূলক সম্পর্ক আজও বজায় রয়েছে। আর তার প্রমাণ মিলল শনিবার সলমনের জন্মদিনে আরও একবার। সদ্য সন্তানের মা হয়েছেন ক্যাটরিনা। বাড়িতে একরত্তিকে নিয়েই সময় কাটছে তাঁর। কিন্তু সেসবের মধ্যেও প্রাক্তন সলমনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুললেন না ক্যাটরিনা।

Advertisement

এদিন ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে সলমনকে শুভেচ্ছা জানালেন ক্যাট। সলমনের একটি ছবি পোস্ট করে ক্যাটরিনা এদিন লেখেন, 'টাইগার টাইগার টাইগার... শুভ ষাটতম জন্মদিন। তুমি একজন সত্যিকারের সুপার হিউম্যান। তোমার প্রতিটা দিন আলোয় এবং ভালোবাসায় উদ্ভাসিত হয়ে উঠুক এই কামনা করি।' একসময় সম্প্রকের চর্চায় থেকেছেন দু'জন। এমনকী জুটি বেঁধে একসঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে 'ম্যায়নে প্যায়ার কিউ কিয়া', ' পার্টনার', 'যুবরাজ', 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়'র মতো ছবিতে।

তবে ক্যাট ছাড়াও এদিন সলমনকে শুভেচ্ছায় ভরিয়েছেন বলিউডের বহু তারকা। এদিন বহু বছর আগে শুটিং ফ্লোরে তোলা ভাইজানের সঙ্গে একটি ছবি পোস্ট করে অনিল কাপুর শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'ষাট বছরের জন্মদিনে অনেক শুভেচ্ছা। আমাদের বন্ধুত্ব সারাজীবন যেন এমনই থাকে। আমরা শুটিং ফ্লোরের বাইরে বেশি দেখা করেছি। এই বন্ধুত্ব অমলিন থাকুক।' সলমনের সঙ্গে ছবি পোস্ট করে এদিন শুভেচ্ছা জানিয়েছেন সঞ্জয় দত্তও। ছবি পস্ট করে শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, 'ভাইজান জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমাকে খুব ভালোবাসি। ভগবান তোমাকে ভালো রাখুক। ভালো থেকো।' এছাড়াও এদিন সলমনকে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন ভাগ্যশ্রী, রীতেশ দেশমুখ, সুনীল শেট্টি প্রমুখ।

 

সলমনের জন্মদিনে মায়ানগরী মুম্বইয়ের চেহারাটাও আমূল বদলে গিয়েছে। আলোর মালায় সেজে উঠেছে এদিন মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সমুদ্রসৈকত। সন্ধ্যা নামতেই এই আলোকসজ্জা এক আলাদা মাত্রা যোগ করেছে। আলো দিয়ে সেখানে লেখা হয়েছে সলমনের উদ্দেশ্যে শুভ জন্মদিনের বার্তা। সারা দেশে এদিন আলোচনায় উঠে এসেছে সলমনকে জন্মদিনে জানানো এই শুভেচ্ছা। এদিন ঘড়ির কাটা রাত বারোটা ছুঁতেই জন্মদিনের সেলিব্রেশনে মেতেছেন ভাইজান। কড়া নিরাপত্তা বলয়ে তাঁর পানভেলের ফার্ম হাউসে চলেছে উদযাপন। শুভেচ্ছা জানিয়েছেন পছন্দের সুপারস্টারকে দর্শক, অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির বিশিষ্টজনেরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এদিন ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে সলমনকে শুভেচ্ছা জানালেন ক্যাট।
  • সলমনের একটি ছবি পোস্ট করে ক্যাটরিনা এদিন লেখেন, 'টাইগার টাইগার টাইগার... শুভ ষাটতম জন্মদিন। তুমি একজন সত্যিকারের সুপার হিউম্যান।'
  • সলমনের জন্মদিনে মায়ানগরী মুম্বইয়ের চেহারাটাও আমূল বদলে গিয়েছে। আলোর মালায় সেজে উঠেছে এদিন মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সমুদ্রসৈকত।
Advertisement