shono
Advertisement
Bajrang Punia

জাতীয় পতাকায় পা বজরংয়ের! ভিনেশের অভ্যর্থনায় তোপের মুখে ভারতীয় কুস্তিগির

ভাইরাল ভিডিও দেখে তীব্র সমালোচনা হচ্ছে অলিম্পিকে পদকজয়ী বজরংকে নিয়ে।
Published By: Arpan DasPosted: 09:11 PM Aug 17, 2024Updated: 09:11 PM Aug 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস থেকে হৃদয় জিতে দেশে ফিরেছেন ভিনেশ ফোগাট। ক্রীড়া আদালতে রুপোর আবেদন খারিজ হয়ে গেলেও, তাঁকে 'চ্যাম্পিয়ন' বলেই ধরছে ভারতবাসী। শনিবার সকালে দেশে ফিরতেই তাঁকে রাজকীয় সংবর্ধনা জানানো হয়। আর সেখানেই বিতর্কে জড়িয়ে পড়লেন ভারতের আরেক কুস্তিগির বজরং পুনিয়া।

Advertisement

দিল্লি বিমানবন্দরে ভিনেশকে অভ্যর্থনা জানানোর জন্য ফুলের তোড়া হাতে অপেক্ষা করছিলেন অনেকে। উপস্থিত ছিলেন কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিকও। পদক না এলেও তাঁর জন্য এমন আবেগী অভ্যর্থনা দেখার পরে আর স্থির থাকতে পারেননি ভিনেশ ফোগাট। কেঁদে ফেলেন। তাঁকে সান্ত্বনা দিতে দেখা যায় বজরং পুনিয়া ও সাক্ষী মালিককে।

[আরও পড়ুন: ভারতের মাটিতে যুব অলিম্পিকে ক্রিকেট! আইওসির সঙ্গে আলোচনায় বসবে আইসিসি]

সতীর্থের পাশে দাঁড়াতে গিয়ে বিতর্কে জড়ালেন বজরং। ভিনেশকে যখন গাড়িতে তোলা হয়, তখন সামনে ছিলেন তিনি। সেই সময় তাঁর দাঁড়িয়ে থাকার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। কারণ, ভিনেশের জন্য গাড়ির সামনে যে ব্যানার লাগানো ছিল, সেখানে ছিল দেশের জাতীয় পতাকা। জুতো পরে সেই ব্যানারের উপরেই দাঁড়িয়ে পড়েন বজরং। তার জেরে সোশাল মিডিয়ায় তোপের মুখে পড়লেন ভারতীয় কুস্তিগির।

[আরও পড়ুন: প্রকাশ্যে ফোগাট পরিবারের কোন্দল, ছল করার ফল পাচ্ছেন ভিনেশ! বিস্ফোরক দিদি গীতা]

এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি অলিম্পিক পদকজয়ী পুনিয়া। অনেকের যদিও দাবি, এই ঘটনার সময় তিনি দেখেননি নীচে জাতীয় পতাকা রয়েছে। উল্লেখ্য, ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগিরদের আন্দোলনের প্রধান মুখ ছিলেন বজরং, ভিনেশ ও সাক্ষী। ভিনেশের অলিম্পিক হতাশার পরও একাধিক ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছিলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্যারিস থেকে হৃদয় জিতে দেশে ফিরেছেন ভিনেশ ফোগাট।
  • ক্রীড়া আদালতে রুপোর আবেদন খারিজ হয়ে গেলেও, তাঁকে 'চ্যাম্পিয়ন' বলেই ধরছে ভারতবাসী।
  • শনিবার সকালে দেশে ফিরতেই তাঁকে রাজকীয় সংবর্ধনা জানানো হয়।
Advertisement