shono
Advertisement

Breaking News

কমনওয়েলথে সোনা জিতে বাড়ি ফিরেই আক্রান্ত ভারোত্তোলক পুনম

কী ঘটনা ঘটেছিল? The post কমনওয়েলথে সোনা জিতে বাড়ি ফিরেই আক্রান্ত ভারোত্তোলক পুনম appeared first on Sangbad Pratidin.
Posted: 06:58 PM Apr 14, 2018Updated: 06:34 PM Jul 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি কমনওয়েলথ গেমসে সোনা জিতে দেশকে বিশ্ব মঞ্চের শ্রেষ্ঠ আসনে বসিয়েছিলেন ওয়েটলিফটার পুনম যাদব৷ আর সেই অ্যাথলিটই কিনা নিরাপত্তাহীনতায় ভুগছেন! বারাণসীর রোহানিয়ায় হামলার মুখে পড়লেন তিনি৷

Advertisement

[ফের নারীশক্তির জয়, কমনওয়েলথে সোনা জিতে নজির ভিনেশ-মনিকার]

জানা গিয়েছে, রোহানিয়ায় নিজের আত্মীয়র বাড়িতে ছিলেন পুনম৷ সেই সময়ই এমন ঘটনা ঘটে৷ পুলিশ সূত্রে খবর, দুই বাড়ির মধ্যে তিক্ততা বহুদিনের৷ শনিবার সকালে সেই প্রতিবেশীদের সঙ্গে প্রথমে বচসা বাঁধে পুনমের আত্মীয়র৷ এরপরই পুনম তাঁর তুতো ভাইয়ের উপর চড়াও হন তাঁরা৷ পুনমদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ৷ এমনকী তাঁর আত্মীয়দের উপরও হামলা করা হয়৷ তাঁর পরিবারের ছয়-সাতজন গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে৷ যদিও পুনমের কোনও চোট লাগেনি৷ এরপরই রোহানিয়া থানায় প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পুনম৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পর থেকেই পুনমের দাদুপুরের গ্রামে পুনমকে নিয়ে জয়জয়কার৷ বারাণসীর এই ছোট গ্রামেই জন্ম ও বড় হওয়া তাঁর৷ বহু প্রতিকূলতা পেরিয়ে কমনওয়েলথের মঞ্চে পৌঁছনো৷ বাকিটা ইতিহাস৷ গোল্ড কোস্টে তাঁর সাফল্যে গর্বিত স্থানীয়রা৷ গ্রামে পা রাখতেই সোনা জয়ী তারকাকে দেখতে অনুগামীদের ভিড় উপচে পড়েছিল৷ ফুল-মিষ্টি নিয়ে স্বাগত জানানো হয় তাঁকে৷ ৬৯ কেজি বিভাগে সোনা ঝুলিতে ভরার পর পুনম বলেছিলেন, “প্রতিপক্ষের পারফরম্যান্স দেখার পর একটু নার্ভাস হয়ে পড়েছিলাম৷ কিন্তু ভাগ্যের বিষয় যে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পেরেছি৷ হাঁটুতে সামান্য ব্যথা ছিল৷ তবে ফিজিওকে সেসময় আমার চিকিতসার জন্য অনুমতি দেওয়ায় সমস্যা হয়নি৷” তবে বিশ্বখ্যাত হওয়ার পর আত্মীয়র বাড়িতে গিয়ে যে এমন পরিস্থিতিতে পড়তে হবে, তা কল্পনাও করতে পারেননি তিনি৷

[বক্সিংয়ে সোনা আনলেন মেরি কম-গৌরব, শুটিংয়ে সঞ্জীব রাজপুত]

The post কমনওয়েলথে সোনা জিতে বাড়ি ফিরেই আক্রান্ত ভারোত্তোলক পুনম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement