shono
Advertisement

Breaking News

Donald Trump

আলকারাজের জয়ে অখুশি! ইউএস ওপেন ফাইনালের পর ভাইরাল 'গোমড়ামুখো' ট্রাম্পের ভিডিও

ইউএস ওপেন ফাইনালে 'সিন-কারাজ' দ্বৈরথ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
Published By: Prasenjit DuttaPosted: 11:15 AM Sep 08, 2025Updated: 01:59 PM Sep 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইয়ানিক সিনারকে হারিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন কার্লোস আলকারাজ। কিন্তু স্প্যানিশ তারকার এই জয়ে কি খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? আসলে আলকারেজের জয়ের পর তাঁর যে প্রতিক্রিয়া সোশাল মিডিয়ায় ভাইরাল, তা দেখে এমন মনে হওয়া অস্বাভাবিক নয়।

Advertisement

যুক্তরাষ্ট্র ওপেন ফাইনালে 'সিন-কারাজ' দ্বৈরথ দেখতে আর্থা‌র অ্যাশ স্টেডিয়ামে হাজির হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর জন্য বাড়তি নিরাপত্তার কারণে ম্যাচ শুরু করতে কিছুটা দেরি হয়। এমনকী অনেক দর্শক স্টেডিয়ামে যথাসময় পৌঁছতে পারেননি। এমনকী তাঁদের অনেকেরই গাড়ি পার্কিং‌য়ে বিলম্ব হয়। এই ঘটনায় গ্যালারি থেকেও বিদ্রূপ শুনতে হয় মার্কিন প্রেসিডেন্টকে। উল্লেখ্য, ২০০০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন যুক্তরাষ্ট্র ওপেন ফাইনাল দেখতে এসেছিলেন। ২৫ বছর পর ফের কোনও মার্কিন প্রেসিডেন্ট ফাইনাল দেখতে হাজির হয়েছিলেন। 

খেলা শুরু হওয়ার পর থেকে খেলার রাশ নিজের দখলে নেন স্প্যানিশ তারকা। শেষমেশ ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ ব্যবধানে উড়িয়ে চ্যাম্পিয়ন হন ২২ বছরের এই তারকা। ম্যাচের পর গোটা স্টেডিয়াম যখন উঠে দাঁড়িয়ে করতালি দিচ্ছে, সেই সময় বেজার মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে। তাঁর এই প্রতিক্রিয়া ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনদের প্রশ্ন, তবে কি স্প্যানিশ তারকার জয়ে খুশি নন ট্রাম্প?

২ ঘণ্টা ৪২ মিনিট ধরে চলা লড়াইয়ে শেষ হাসি হেসেছেন আলকারাজ। ম্যাচ জিতে সমর্থকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন তিনি। খানিক পর দেখা গেল বিখ্যাত সেই 'গলফ সুইং' সেলিব্রেশনও! এরপর গ্যালারির দিকে ছুটে যান স্প্যানিশ তারকা। সেখানে ছিলেন তাঁর কোচ এবং পরিজনরা। ঠিক সেই সময় ক্যামেরায় ধরা পড়লেন 'গোমড়ামুখো' ট্রাম্প। সবাই যখন করতালিতে ইউএস ওপেনের 'রাজা'কে অভিনন্দন জানাচ্ছেন, মার্কিন প্রেসিডেন্টের মুখে তখন হাসি নেই। এমনকী করতালি দিতেও দেখা যায় না তাঁকে। মার্কিন প্রেসিডেন্টের এমন প্রতিক্রিয়া দেখে তো হতবাক নেটদুনিয়া। কোর্টে যখন ইতিহাস তৈরি করেছেন আলকারেজ, তখন ট্রাম্পকে ভারাক্রান্ত মুখে ব্লেজার ঠিক করতে দেখা গেল!

এক নেটিজেন লিখেছেন, 'ট্রাম্প হয়তো খুশি নন। তিনি বোধহয় চেয়েছিলেন ইয়ানিক জিতুক।' আরেকজনের কথায়, 'উনি কি জানেন আলকারেজ মেস্কিকান নাকি স্প্যানিশ?' অন্য নেট নাগরিকের কথায়, 'ট্রাম্প আজকাল কারওর উপরেই খুশি নন। এটাই এখন সব কিছুর উপর তাঁর স্বাভাবিক প্রতিক্রিয়া।' আরেক ইউজারের কথায়, 'আলকারাজের প্রতি ট্রাম্পের প্রতিক্রিয়া হাস্যকর।' কেউ লিখেছেন, 'সিনারের উপর বাজি রেখেছিলেন ট্রাম্প। নাহলে কেন আলকারেজের জয় সেলিব্রেট করছিলেন না?' অন্য একজন রসিকতা করে লেখেন, 'আশা করব স্পেনের উপর শুল্কের বোঝা চাপিয়ে দেবেন না ট্রাম্প।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইয়ানিক সিনারকে হারিয়ে দ্বিতীয়বার ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন কার্লোস আলকারাজ।
  • কিন্তু স্প্যানিশ তারকার এই জয়ে কি খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?
  • আসলে আলকারেজের জয়ের পর তাঁর যে প্রতিক্রিয়া সোশাল মিডিয়ায় ভাইরাল, তা দেখে এমন মনে হওয়া অস্বাভাবিক নয়।
Advertisement