সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় অলিম্পিক সংস্থার গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন না মেরি কম। এর আগে পদত্যাগের বার্তা জানা গেলেও, পরে পরিষ্কার জানিয়ে দেন এরকম কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না। পুরো কার্যকাল সামলাবেন বক্সিং কিংবদন্তি।
ভারতীয় অলিম্পিক সংস্থার অ্যাথলিটদের কমিশনের প্রধান ছিলেন মেরি কম। এছাড়া ক্রীড়া বিভাগের কার্যকরী কমিটিতেও ছিলেন তিনি। প্রথমে জানা যায়, দুটি পদ থেকেই সরে দাঁড়িয়েছেন ৬ বারের বিশ্বজয়ী বক্সার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী অ্যাথলিটদের কমিশনের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি বিদায়ী বার্তা জানিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, 'ভারতীয় অলিম্পিক সংস্থায় খুব ভালো সময় কাটিয়েছি। যা আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, অলিম্পিক সংস্থার দায়িত্ব এবার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি পদত্যাগ করছি। সকলের জন্য শুভেচ্ছা।'
পরে সংবাদসংস্থা পিটিআই-কে মেরি কম জানান, পদত্যাগ করছেন না। তাঁর স্পষ্ট বক্তব্য, "আমি পদত্যাগ করছি না। আমি পুরো মেয়াদকাল (২০২৬-র শেষ পর্যন্ত) দায়িত্ব পালন করব। তবে তাঁর যে ক্ষোভ রয়েছে সেটাও জানিয়েছেন। ২০১২-র অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী বক্সার বলেন, "আমি বড়জোর বলতে পারি, আমার সঙ্গে যেন কোনও দুর্ব্যবহার না করা হয়। কিছু বিষয়ে আমি অখুশি। সেটা প্রকাশ করার অধিকার আমার আছে। তার মানে এই নয় যে, পদত্যাগ করছি।"
জানা যাচ্ছে, জাতীয় গেমসে গিয়ে অন্যান্যরা ভালো হোটেল পেলেও, তাঁর সঙ্গে সেটা ঘটেনি। তাতেই ক্ষুব্ধ মেরি কম। তিনি বলছেন, "আমি যখনই মুখ খুলি, তখনই ভুল বোঝাবুঝি হয়। অন্য কারও সঙ্গে তো সেটা হয় না।" এই কমিশনে শরথ কমল, গগন নারাং, পিভি সিন্ধু, রানি রামপালের মতো একাধিক তারকারা রয়েছেন। অভিনব বিন্দ্রাও ছিলেন এই সংগঠনে। ২০২২ সালে পিটি ঊষা ভারতীয় অলিম্পিক সংস্থার প্রধান হওয়ার পর দশজনের এই কমিশন গঠন করা হয়েছিল। মূলত অ্যাথলিটদের হয়ে কথা বলার দায়িত্ব এই কমিশনের।
তবে ঘটনা হচ্ছে, অলিম্পিক সংস্থার অ্যাথলিটদের সংগঠন দীর্ঘদিন ধরেই নিষ্ক্রিয়। প্রথম দিকে কয়েকটি বৈঠক হলেও পরে তার কাজ কমতে থাকে। অভিনব বিন্দ্রা এই নিয়ে একাধিকবার কথা বলেছেন। সাম্প্রতিক সময়ে পিটি ঊষার সঙ্গে অন্যান্য সদস্যদের মতান্তরের খবর প্রকাশ্যে এসেছে। সেখানে এই কমিশনের এই গুরুত্ব আরও কমেছে। তবে গোটা বিষয়টা নিয়ে তিনি পিটি ঊষার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
