shono
Advertisement
Mary Kom

প্রাক্তন স্বামীকে 'বেকার' বলে তোপ মেরির, অলিম্পিক পদকজয়ীর 'মিথ্যাচারে' ক্ষুব্ধ প্রাক্তন ক্রিকেটার

মেরির মন্তব্য নিয়ে নেটদুনিয়াতেও চলছে তোলপাড়।
Published By: Anwesha AdhikaryPosted: 10:50 AM Jan 16, 2026Updated: 02:00 PM Jan 16, 2026

জনসমক্ষে প্রাক্তন স্বামীকে 'বেকার' বলে তোপ দেগেছেন মেরি কম। কিন্তু অলিম্পিক পদকজয়ীর এহেন আচরণে ক্ষিপ্ত ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। ছ'বারের বিশ্ব চ্যাম্পিয়নকে রীতিমতো তুলোধোনা করে একটি ভিডিও পোস্ট করেছিলেন মনোজ। তবে পরে সেই ভিডিও ডিলিট করে দিয়েছেন। মেরির মন্তব্য নিয়ে নেটদুনিয়াতেও চলছে তোলপাড়। মেরির পক্ষে এবং বিপক্ষে ভাগ হয়ে গিয়েছে নেটপাড়া।

Advertisement

একটি সাক্ষাৎকারে মেরি বলেন, “সফল কেরিয়ার তো দূরের কথা। ওনলার আসলে পথে পথে ফুটবল খেলে বেড়াত। সত্যি কথা বলতে একটাও পয়সা উপার্জন করেনি। কোনও আত্মত্যাগ নেই, কোনও অবদান নেই। দিনরাত পড়ে পড়ে ঘুমোত। আমার খারাপ লাগত খুব। আমি অনেক উপার্জন করেছি, বিশ্বাস করে সমস্ত অর্থ তুলে দিয়েছিলাম ওর হাতে। কিন্তু পরে দেখলাম, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট একেবারে ফাঁকা হয়ে গিয়েছে।” এই মন্তব্যের পালটা দিয়েছেন ওনলারও।

গোটা বিষয়টি নিয়ে যথেষ্ট চর্চা চলছে নেটদুনিয়ায়। এহেন পরিস্থিতিতে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন মনোজ। বাংলার প্রাক্তন ক্রিকেটারের কথায়, "মেরি নিজেই একজন চ্যাম্পিয়ন। দেশকে গর্বিত করেছেন। কিন্তু প্রাক্তন স্বামীকে নিয়ে প্রকাশ্যে যেভাবে কথা বলেছেন তিনি, সেটা দেখে আমি ব্যথিত। ব্যক্তিগতভাবে এই নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু খেলোয়াড় হিসাবে আমি বলতে পারি, আশেপাশে থাকা মানুষগুলোর কতখানি অবদান থাকতে পারে।"

পুরনো এক সাক্ষাৎকারে মেরি স্পষ্ট বলেছিলেন, তাঁর কেরিয়ার তৈরিতে অসামান্য অবদান রয়েছে ওনলারের। সেই প্রসঙ্গ মনে করিয়ে মনোজ বলেছেন, "মেরি নিজেই বলেছিলেন যে ওনলার বহু সাহায্য করেছেন, সন্তানদের দেখভাল করেছেন। কিন্তু আজ সম্পর্ক শেষ হয়ে গিয়েছে বলে জাতীয় পর্যায়ের টিভি শো'য়ে এসে প্রাক্তন স্বামীকে এমন কথা বলা, এটা ভাবতেও ভয় লাগছে। এইভাবে কথা বলা মেরির উচিত হয়নি।" তবে এই ভিডিও প্রকাশের কিছুক্ষণের মধ্যেই ইনস্টাগ্রাম থেকে সেটি সরিয়ে নেন মনোজ।  উল্লেখ্য, ১৮ বছরের বিবাহিত জীবন ছিল মেরি-ওনলারের। গত ২০২৩ সালের ২০ ডিসেম্বর তাঁদের ডিভোর্স হয়।

"মেরি নিজেই বলেছিলেন যে ওনলার বহু সাহায্য করেছেন, সন্তানদের দেখভাল করেছেন। কিন্তু আজ সম্পর্ক শেষ হয়ে গিয়েছে বলে জাতীয় পর্যায়ের টিভি শো'য়ে এসে প্রাক্তন স্বামীকে এমন কথা বলা, এটা ভাবতেও ভয় লাগছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement