সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ঘুসিতে কাত করে দিতেন প্রতিপক্ষকে। বক্সিং রিংয়ে নেমে দেশের হয়ে একের পর এক পদক জিতেছেন। পেয়েছেন অর্জুন সম্মানও। কিন্তু বিয়ের পরে পণের জন্য অত্যাচার সহ্য করতে হল পদকজয়ী বক্সারকে! জানা গিয়েছে, ওই বক্সারের স্বামী প্রাক্তন কবাডি খেলোয়াড়। গত বছর হরিয়ানার বিধানসভা নির্বাচনে লড়েছিলেন বিজেপির টিকিটে।

জানা গিয়েছে, হরিয়ানার হিসারের বাসিন্দা ওই বক্সারের নাম সুইটি বুরা। তিনি ২০২৩ সালে লাইট হেভিওয়েট বক্সিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন। ৩২ বছর বয়সি ওই বক্সার ২০২২ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। পেয়েছেন অর্জুন সম্মান। ২০২২ সালে দীপক হুডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন সুইটি। উল্লেখ্য, দীপক ভারতীয় কবাডি দলের সদস্য ছিলেন। এশিয়াডে ব্রোঞ্জজয়ী ভারতীয় দলেও ছিলেন তিনি।
কিন্তু গত মঙ্গলবার পুলিশে এফআইআর দায়ের করেন সুইটি। অভিযোগপত্রে বিশ্বচ্যাম্পিয়ন বক্সার জানান, বিয়ের সময়ে ১ কোটি টাকা পণ দিয়েছিল তাঁর পরিবার। ফরচুনার গাড়িও দেওয়া হয় দীপককে। তা সত্ত্বেও আরও বেশি পণের দাবিতে অত্যাচার চলত সুইটির উপর। এমনকি তারকা বক্সারকে মারধরও করতেন দীপক ও তাঁর পরিবার। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন সুইটি।
অভিযোগ পাওয়ার পরে বেশ কয়েকবার থানায় ডেকে পাঠানো হয় দীপককে। কিন্তু অসুস্থতার দোহাই দিয়ে হাজিরা দেননি তিনি। তারপরেই দায়ের হয় এফআইআর। দীপকের দাবি, তিনি সময়মতো থানায় হাজিরা দেবেন। কিন্তু স্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে কোনও কুমন্তব্য করবেন না। সুইটির সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ এনেছেন দীপক। যদিও পুরো বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি সুইটি। উল্লেখ্য, ২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে মেহাম কেন্দ্র থেকে লড়েছিলেন দীপক। কিন্তু জিততে পারেননি।