সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে জানত ক্রিসমাসের ছুটির উৎসব এভাবে শোকস্তব্ধ করে দেবে! এই মুহূর্তে কোনও ম্যাচ না থাকায় ছুটি কাটাতে গিয়েছিলেন জার্মান ফুটবলার। কিন্তু উৎসবের আনন্দ বদলে গেল বিষাদে। মাত্র ৩৪ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন জার্মান ফুটবলার সেবাস্তিয়ান হার্টনার। প্যাশনই তাঁর প্রাণ কেড়ে নিল। জার্মান ডিফেন্ডারের অকালমৃত্যুতে প্রবল মনখারাপ ফুটবলজগতে।
জানা গিয়েছে, স্কি করতে গিয়ে অঘোরে প্রাণ হারিয়েছেন সেবাস্তিয়ান। ছুটি কাটেতে নর্দার্ন মন্তেনেগ্রোতে গিয়েছিলেন তিনি। সান কুক রিসর্টে স্কিইংয়ের সময় একটি চেয়ারলিফট থেকে প্রায় ৭০ মিটার নিচে পড়ে মারা যান তিনি। জার্মান সংবাদমাধ্যম 'বিল্ড' জানিয়েছে, একটি চেয়ার কেবল থেকে বিচ্ছিন্ন হয়ে হেলে পড়ে। যেদিকে বসেছিলেন হার্টনার, সেই দিকেই হেলে পড়েছিল লিফটটি। একটা সময় সেখান থেকে পড়ে যান তিনি।
দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাঁর স্ত্রী। জানা গিয়েছে, চেয়ারের সঙ্গে আটকে তাঁর পা ভেঙে গিয়েছে। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, চেয়ার লিফটে একটি যান্ত্রিক ত্রুটির কারণে দু'টি গন্ডোলার মধ্যে ধাক্কা লেগেছিল। সেখান থেকেই বিপত্তি। উল্লেখ্য, জার্মানির অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়েও খেলেছিলেন হার্টনার। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বর্তমান ক্লাব ইটিএসভি হামবুর্গও।
এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, 'ছুটিতে থাকার সময় আমাদের অধিনায়ক সেবাস্তিয়ান হার্টনার মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন। তাঁর অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। হার্টনারের পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা রইল।' ভিএফবি স্টুটগার্টের অ্যাকাডেমি থেকে উঠে এসেছিলেন এই ফুটবলার। পেশাদার ফুটবলে তাঁর হাতেখড়ি হয় ২০০৯ সালে। ফুল ব্যাক হিসাবে কেরিয়ার শুরু করলেও সেন্টার ব্যাক হিসাবেও নজর কেড়েছেন তিনি।
