shono
Advertisement

Breaking News

Hockey

স্টেডিয়ামের শৌচাগারে ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকা খেলোয়াড়! ন্যক্কারজনক কাণ্ডে গ্রেপ্তার কোচ

তিন বছর ধরে অভিযুক্ত জুনিয়র কোচের কাছে নিয়মিত অনুশীলনে যেত সে।
Published By: Prasenjit DuttaPosted: 05:21 PM Jan 11, 2026Updated: 05:23 PM Jan 11, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকা ছাত্রীকে স্টেডিয়ামের শৌচাগারে ধর্ষণের অভিযোগ উঠল এক হকি কোচের বিরুদ্ধে। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে হরিয়ানার রেওয়ারি জেলায়। ইতিমধ্যেই অভিযুক্ত কোচকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা হকি খেলোয়াড় দ্বাদশ শ্রেণির ছাত্রী। পুলিশের কাছে অভিযোগে ১৭ বছরের ওই কিশোরী জানিয়েছে, গত তিন বছর ধরে অভিযুক্ত জুনিয়র কোচের কাছে নিয়মিত অনুশীলনে যেত। প্রায় চার মাস আগে হকি অনুশীলনের সময় স্টেডিয়ামের শৌচাগারে তাকে ধর্ষণ করে কোচ। এরপর ঘটনাটি ধামাচাপা দেওয়ার হুমকি দিত সেই কোচ। যদিও পরবর্তীতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। শারীরিক অবস্থার অবনতির পর তাকে হাসপাতালেও ভর্তি করা হয়। গত ৫ জানুয়ারি তার গর্ভপাত হয়।

রেওয়ারি পুলিশ জানিয়েছে, গত শুক্রবার ওই কোচের বিরুদ্ধে পকসো আইনের সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে এফআইআর। অভিযুক্ত কোচকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই শহরের আদালতে পেশ করা হয়েছে। রেওয়ারি পুলিশের এক কর্তার কথায়, "মহামান্য আদালত তাকে দু'দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। আরও বিস্তারিত তথ্য পেতে আমরা অভিযুক্তকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছি।" এই ঘটনায় ইতিমধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য। মহিলা খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ক্রীড়াক্ষেত্রে এই ধরনের নারকীয় ঘটনা এই প্রথম নয়। এর আগে একইভাবে এক বক্সিং কোচের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। সেই কোচকেও বরখাস্ত করা হয়। দু'দিন আগেই জাতীয় স্তরের নাবালিকা শুটারকে যৌন হেনস্থার অভিযোগে বরখাস্ত করা হয় জাতীয় শুটিং কোচ অঙ্কুশ ভারদ্বাজকে। আর এবার জুনিয়র হকি কোচের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। পরপর এই ধরনের ঘটনা দেশের ক্রীড়াক্ষেত্রে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নাবালিকা ছাত্রীকে স্টেডিয়ামের শৌচাগারে ধর্ষণের অভিযোগ উঠল এক হকি কোচের বিরুদ্ধে।
  • চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিয়ানার রেওয়ারি জেলায়।
  • ইতিমধ্যেই অভিযুক্ত কোচকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।
Advertisement