সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উইম্বলডনের নতুন রানি ইগা সোয়াইতেক। রেকর্ড গড়ে তিনি পরাস্ত করলেন অ্যামান্ডা আনিসিমোভাকে। তিনি ছুঁয়ে ফেললেন ১১৪ বছরের পুরনো নজির। একই সঙ্গে স্পর্শ করলেন কিংবদন্তি স্টেফি গ্রাফের ৩৭ বছরের পুরনো রেকর্ডও। শনিবার মহিলাদের সিঙ্গেলসের ফাইনালে মার্কিন তারকা আনিসিমোভাকে স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছেন ২৪ বছর বয়সি পোল্যান্ডের এই 'টেনিস সেনসেশন'। খেলার ফলাফল ৬-০, ৬-০।
আনিসিমোভাকে হারাতে মাত্র ৫৭ মিনিট সময় নেন সোয়াইতেক। তাঁর সামনে অসহায় আত্মসমর্পণ করলেন আনিসিমোভা। উইম্বলডনের ফাইনালে প্রতিপক্ষকে ডাবল বাগেল 'উপহার' দিয়েছেন পোলিশ তারকা। এমন স্কোরলাইন প্রথমবার দেখা গিয়েছিল ১৯১১ সালে। সেবার উইম্বলডনের ফাইনালে ডোরা বুথবিকে ৬-০, ৬-০ গেমে হারিয়েছিলেন ডরোথি ল্যাম্বার্ট-চ্যাম্বার্স। অর্থাৎ ১১৪ বছরের 'বিরল' রেকর্ডও স্পর্শ করলেন অষ্টম বাছাই এই টেনিস তারকা। এরপর ১৯৮৮ সালে নাতাশা জভেরেভার বিরুদ্ধে একই স্কোরলাইনে পরাস্ত করে ফরাসি ওপেন জিতেছিলেন স্টেফি গ্রাফ।
অন্যদিকে, গোটা প্রতিযোগিতায় দুর্দান্তভাবে নিজেকে মেলে ধরলেও ফাইনালে কেমন যেন খেই হারিয়ে ফেললেন আনিসিমোভা। হয়তো চাপের কাছে নতি স্বীকার করতে হল ২৩ বছরের এই তারকাকে। ক্রমতালিকায় ১৩ নম্বরে রয়েছেন তিনি। প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন তিনি। সেমিফাইনালে তিনি সাবালেঙ্কাকে হারিয়ে সকলকে চমকে দিয়েছিলেন। তাই ফাইনালে তাঁর দিকে নজর ছিল সবার।
যদিও আনিসিমোভাকে হেলায় হারিয়ে কেরিয়ারের ছ'নম্বর গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয় করলেন সোয়াইতেক। গোটা ম্যাচে ৭৮ শতাংশ প্রথম সার্ভিস নির্ভুল রেখেছিলেন তিনি। সার্ভিসে পয়েন্ট তুলেছেন ৭২। এভাবেই প্রথমবার উইম্বলডন জয়ের স্বাদ পেলেন তিনি। এর আগে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন ২০২২ সালে। ফ্রেঞ্চ ওপেন জয় করেছেন চারবার। আগামী মরশুমে রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন। তাঁর লক্ষ্য, সেই ট্রফিও জয় করা।
