shono
Advertisement
Asian Youth Games

বাহরিনে বাজিমাত! যুব এশিয়ান গেমসে কবাডিতে জোড়া সোনা ভারতের

পুরুষ এবং মহিলা দুই বিভাগেই সোনালি সাফল্য ভারতের।
Published By: Prasenjit DuttaPosted: 02:44 PM Oct 25, 2025Updated: 02:49 PM Oct 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুব এশিয়ান গেমসের কবাডিতে সোনালি সাফল্য ভারতের। বাহরিনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জোড়া সোনার পদক পুরুষ এবং মহিলা দল। এশিয়ান গেমসে ভারতের অনূর্ধ্ব-১৮ দল অংশ নিয়েছিল। দুই দলই অপরাজিত থেকে স্বর্ণপদক জয়ী হয়েছে।

Advertisement

মেয়েদের দল ফাইনালে ইরানকে ৭৫-২১ ব্যবধানে পরাজিত করে। যা একটা নজিরও। ২০১৩ সালের পর যুব গেমসের কবাডি ফাইনালে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়। রেইডার (আক্রমণভাগের খেলোয়াড়) নেহা প্যাটেল এবং ডিফেন্ডার রিয়া সিং অসামান্য পারফরম্যান্স করেছেন।

ফাইনালের আগে একে একে বাংলাদেশ (৪৬-১৮), থাইল্যান্ড (৭০-২৩), শ্রীলঙ্কা (৭৩-১০)-কে হারিয়েছিল ভারতীয় মেয়েরা। কোনও প্রতিপক্ষই পাত্তা পায়নি ভারতীয় প্রমীলা বাহিনীর কাছে। ফাইনালের ঠিক আগেই ইরানকে ৫৯-২৬ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে ফাইনালে উঠেছিল ভারত। চূড়ান্ত লড়াইয়ে দলগত সংহতির পরিচয় দিয়ে ফের একবার ইরানকে পরাস্ত করে ভারত। গোটা টুর্নামেন্ট থেকে ভারতীয় মহিলা দলের সংগ্রহ ৩১২ রেইড পয়েন্ট।

মেয়েদের ফাইনাল একপেশে হলেও পুরুষ দলের ফাইনাল ছিল রুদ্ধশ্বাস। তবে স্নায়ুর চাপ ধরে রেখে শেষ পর্যন্ত জয় পায় ভারত। খেলার ফলাফল ৩৫-৩২। ভারত অভিযান শুরু হয়েছিল বাংলাদেশের বিপক্ষে (৮৩-১৯) জয় দিয়ে। এরপর শ্রীলঙ্কা (৮৯-১৬), পাকিস্তান (৮১-২৬) এবং ইরান (৪৬-২৯), বাহরাইন (৮৪-৪০)-এর বিরুদ্ধে জিতে ধারাবাহিকতা বজায় রেখেছিল ভারতীয় দল। সব মিলিয়ে ৩৮০-রও বেশি রেইড পয়েন্ট অর্জন করে ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যুব এশিয়ান গেমসের কবাডিতে সোনালি সাফল্য ভারতের।
  • এশিয়ান গেমসে ভারতের অনূর্ধ্ব-১৮ দল অংশ নিয়েছিল।
  • দুই দলই অপরাজিত থেকে স্বর্ণপদক জয়ী হয়েছে।
Advertisement