সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুরাটের মঞ্চে গিনেস বুকে নাম তুললেন ভারতের 'হারকিউলিস' ভিস্পি খারাদি। ওজনদার 'হারকিউলিস পিলার' সবচেয়ে বেশিক্ষণ ধরে রেখে বিশ্বরেকর্ড গড়লেন এই ভারতীয় ক্রীড়াবিদ। এর ফলে তাঁর নাম উঠে এসেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। গিনেস বুকের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্টও করা হয়েছে। যা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত নেটপাড়া। শুধু তাই নয়, ভিডিওটি শেয়ার করেছেন টেসলা কর্ণধার এলন মাস্কও।

ভিডিওতে দেখা যাচ্ছে, খারাদি গ্রিক স্থাপত্যের অনুপ্রেরণায় নির্মিত দুটি স্তম্ভ ধরে আছেন। এই স্তম্ভই 'হারকিউলিস পিলার' নামে পরিচিত। ২০.৫ ইঞ্চি প্রস্থ এবং ১২৩ ইঞ্চি উঁচু এই স্তম্ভগুলির ওজন যথাক্রমে ১৬৬.৭ এবং ১৬৮.৯ কেজি। প্রতিটি পিলার একটি দড়ির সঙ্গে সংযুক্ত। গুরুভার এই পিলারটি খারাদি ২ মিনিট ১০.৭৫ সেকেন্ড ধরে রেখেছিলেন। আর তাতেই তৈরি হয়েছে রেকর্ড। এই অসাধারণ পারফরম্যান্সের পর তাঁকে অনেকেই 'ভারতের ইস্পাত মানব' নামে ডাকতে শুরু করেছেন। এই ইভেন্ট নিয়ে এলন মাস্কের পোস্টের প্রতিক্রিয়ায় আপ্লুত খারাদি। তিনি বলেন, "যখন জানতে পারি এলন মাস্ক আমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ভিডিও শেয়ার করেছেন, আমি সত্যিই আশ্চর্য হয়েছি। আমি খুব খুশি। আমার মতো একজন ভারতীয় বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে দেখে গর্বিত।"
খারাদি বিএসএফকেও প্রশিক্ষণ দিয়েছেন। এমবিএ ডিগ্রি পেয়েছেন আইআইএম বেঙ্গালুরু থেকে। ঝুলিতে রয়েছে একাধিক ব্ল্যাক বেল্ট। আত্মরক্ষামূলক 'ক্রাভ মাগা'তেও পারদর্শী ভারতের এহেন ইস্পাত মানব। তাছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ক্রীড়াবিজ্ঞান অ্যাকাডেমির সার্টিফায়েড ক্রীড়া পুষ্টিবিদও তিনি। এখানেই শেষ নয়, স্টান্ট কোরিওগ্রাফার, অভিনেতা এবং মডেল হিসেবেও কাজ করেছেন খারাদি। এর পাশাপাশি দেশজুড়ে মহিলাদের আত্মরক্ষার নানান প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করেন তিনি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ে খারাদি বলেন, “ঈশ্বর আমার প্রতি দয়াশীল। সামনে আরও অনেক লক্ষ্য। আমি পজিটিভভাবেই কাজ করে যাব। আরও কিছু মাইলফলক অর্জনে যথাসাধ্য চেষ্টা করব।”