shono
Advertisement
Delhi's Air Pollution

'বিষ দেওয়া হচ্ছে আমাদের', এবার দিল্লি দূষণ নিয়ে সরব হলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার

তাঁর পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরাও দিল্লির পরিস্থিতি নিয়ে সুর চড়ান।
Published By: Prasenjit DuttaPosted: 07:40 PM Jan 18, 2026Updated: 07:41 PM Jan 18, 2026

ধোঁয়াশা ও দূষণে দমবন্ধ পরিস্থিতি দিল্লির। এর মধ্যেই রাজধানীর ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে চলছে ইন্ডিয়া ওপেন। এই পরিস্থিতিতে দূষণের অভিযোগ এনে নাম তুলে নিয়েছিলেন বিশ্বের তিন নম্বর তারকা অ্যান্ডার্স অ্যান্টনসেন। এবার দিল্লির দূষণ নিয়ে সরব হলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার বিদিত গুজরাটি।

Advertisement

সোশাল মিডিয়ায় তিনি লেখেন, 'ধীরে ধীরে বিষ দেওয়া হচ্ছে আমাদের। কারও কোনও ভ্রূক্ষেপ নেই। এই সমস্যার সমাধান করাটাকে কি অগ্রাধিকার দেওয়া উচিত নয়?' একই সঙ্গে তিনি দিল্লির একিউআই-এর স্ক্রিনশটও শেয়ার করেন। যেখানে দেখা যায়, দিল্লির একিউআই ৫৯৮। উল্লেখ্য, দূষণের কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ানের বাতিল হওয়ার খবর পাওয়া গিয়েছিল। কিছুক্ষেত্রে উড়ানের অভিমুখ বদলে দিতে হয়েছিল। বহু ট্রেন নির্দিষ্ট সময়ের থেকে অনেক দেরিতে চলছে। সড়কপথেও থমকে চলছে গাড়ি। কুয়াশার মধ্যে নিরাপদে চলতে সাতসকালেও জ্বলছে সমস্ত গাড়ির হেডলাইট।

বিদিতের এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এক নেটিজেন ক্ষুব্ধ হয়ে লেখেন, 'দিল্লির একিউআই ৭০০-র বেশি। এখানে টাকা বাতাস আমাদের কাছে বিলাসিতা।' আরেক ইউজার লেখেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বেঙ্গালুরুতেও কিছু এলাকায় একিউআই ২০০-র বেশি।' আরেকজনের কথায়, 'সত্যিই কেউ পাত্তা দেয় না। এমনকী যাঁদের পরিবর্তন আনার ক্ষমতা আছে, তাঁরাও।'

ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের অস্বাস্থ্যকর এবং দূষিত পরিবেশ নিয়ে তোপ দেগেছিলেন বিশ্বের দু’নম্বর ব‌্যাডমিন্টন তারকা ডেনমার্কের মিয়া ব্লিকফেল্ট। দূষণের কারণে বিশ্বের ৩ নম্বর তারকা অ্যান্ডার্স অ্যান্টনসেন ইন্ডিয়া ওপেন থেকে নাম প্রত্যাহার করায় ৫,০০০ মার্কিন ডলার জরিমানাও হয়েছিল তাঁকে। এবার ভারতীয় গ্র্যান্ডমাস্টার দিল্লি দূষণ নিয়ে প্রতিবাদে সরব হলেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement