সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমাররা। সেই বিতর্ক এখনও থামেনি। এরপর মহিলাদের ক্রিকেট বিশ্বকাপেও একই ঘটনা ঘটেছে। কিন্তু এর সম্পূর্ণ অন্য ছবি হকিতে। মালয়েশিয়ায় সুলতান অফ জহর কাপে মুখোমুখি ভারত-পাক জুনিয়র হকি দল। সেখানে দিব্যি দুই দলের প্লেয়াররা হাত মেলালেন, হাই-ফাইভ করলেন। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
মালয়েশিয়ার জোহর বাহরুতে সুলতান অফ জোহর কাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। ম্যাচের ফলাফলের পাশাপাশি নজর ছিল দুই দলের প্লেয়াররা মাঠে কী আচরণ করেন। কারণ, সাম্প্রতিক সময়ে করমর্দন নিয়ে বিতর্কের পর বিতর্ক হয়েছে। এর মধ্যে সোমবার পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ)-এর এক কর্তা বলেছিলেন, "দলকে বলা হয়েছে, ভারতীয় খেলোয়াড়েরা ম্যাচের আগে-পরে করমর্দন না করলে সেটা নিয়ে না ভাবতে। তারা যেন এরকম পরিস্থিতির জন্য আগেভাগেই মানসিকভাবে তৈরি থাকে। আমাদের খেলোয়াররা যেন কোনও রকম অঙ্গভঙ্গি না করে।" কিন্তু মাঠে দেখা গেল সম্পূর্ণ অন্য দৃশ্য। দুই দলের প্লেয়াররা একে-অপরকে হাই-ফাইভ করেন। পাশাপাশি দুই দেশের অধিনায়কও হ্যান্ডশেক করেন।
কিংবদন্তি গোলরক্ষক পিআর শ্রীজেশের কোচিংয়ে ভারতীয় জুনিয়র হকি দল এই টুর্নামেন্টে গ্রেট ব্রিটেন (৩-২) এবং নিউজিল্যান্ড (৪-২) এর বিরুদ্ধে জিতেছে। তবে এদিন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে আর হারাতে পারল না টিম ইন্ডিয়া। একটা সময় ২-০ গোলে পিছিয়ে পড়েছিল ভারত। সেখান থেকে পর পর ৩ গোল দিয়ে এগিয়েও যায় শ্রীজেশের ছেলেরা। কিন্তু শেষ মুহূর্তে গোল করে সমতা ফেরায় পাকিস্তান। ম্যাচ শেষ হয় ৩-৩ গোলে। অন্যদিকে, পাকিস্তান টুর্নামেন্টে মালয়েশিয়ার বিরুদ্ধে ৭-১ এর বিশাল জয় দিয়ে অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্যাচে গ্রেট ব্রিটেনের কাছে হেরেছে।
উল্লেখ্য, পুরুষদের এশিয়া কাপে তিন-তিনবার ভারত-পাকিস্তান যুদ্ধ হয়েছিল। এবং তিনবারই জিতেছে ভারত। এই ম্যাচগুলিতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ভারতীয় দলের ক্রিকেটাররা পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি। কলম্বোয় মহিলা ওয়ানডে বিশ্বকাপের ম্যাচেও একই ঘটনা ঘটেছে। টসের সময় পাক অধিনায়ক ফতিমা সানার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর।
