সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের অলিম্পিক স্বপ্নে ধাক্কা! ২০৩৬ অলিম্পিকের ভেন্যু নির্ধারণ প্রক্রিয়া পুরোপুরি স্থগিত করে দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। আইওসির নতুন প্রধান কৃষ্টি কভেন্ট্রি ঘোষণা করেছেন, গোটা প্রক্রিয়া আপাতত স্থগিত। নতুন করে অলিম্পিক আয়োজনের ভেন্যু হওয়ার শর্ত নির্ধারণ করা হবে।
আসলে ২০৩৬ অলিম্পিকের জন্য বিড করতে চায় ভারত। দেশের মাটিতেই যাতে অলিম্পিকের আসর বসে, তার জন্য পরিকাঠামো ঢেলে সাজানোর কাজ শুরুও করে দিয়েছে গুজরাট সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে এই কাজে তদারকি করছেন। মনে করা হচ্ছে, ২০২৮-এর মধ্যে অলিম্পিকের আয়োজনের মতো করে তৈরি হয়ে যাবে আহমেদাবাদের স্টেডিয়াম। তার আগেই ২০২৬ এর মধ্যে অলিম্পিকের বিড জমা দেওয়ার কথা ছিল ভারত সরকারের। কিন্তু কৃষ্টি কভেন্ট্রি পুরো প্রক্রিয়া স্থগিত করে দেওয়ায় আপাতত সেই প্রক্রিয়া ধাক্কা খাচ্ছে।
সদ্যই আইওসির বৈঠক শেষে কৃষ্টি কভেন্ট্রি জানিয়েছেন, "আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সব সদস্য মেগা প্রতিযোগিতার আয়োজনের ক্ষেত্রে অংশিদারিত্ব আরও বাড়াতে চায়। তাছাড়া এই বিড কখন নির্ধারণ করা উচিত, সেটা নিয়েও বিতর্ক শুরু হয়েছে।" সব মিলিয়ে আপাতত পুরো ভেন্যু নির্বাচন প্রক্রিয়াই স্থগিত। এবং ভেন্যু বাছাইয়ের শর্তও পুননির্ধারণ করা হবে। কৃষ্টি কভেন্ট্রি আইওসির প্রথম মহিলা এবং আফ্রিকার প্রেসিডেন্ট। ফলে তিনি আফ্রিকার দিকেই 'ঝোল' টানবেন বলে মনে করা হচ্ছে।
এদিকে অলিম্পিক স্বপ্নে ধাক্কা খেলেও ২০৩০ কমনওয়েলথ গেমস যে ভারতেই আয়োজিত হতে চলেছে তাতে বিশেষ সংশয় নেই। বিপুল খরচের জন্য ২০৩০-এর কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ছেড়ে দিয়েছে কানাডার অ্যালবার্টা প্রদেশ। তিরিশের কমনওয়েলথ গেমস গুজরাটের আহমেদাবাদের করতে চেয়ে সরকারিভাবে বিড জমা দিয়েছে ক্রীড়ামন্ত্রক। সূত্রের দাবি, আহমেদাবাদে কমনওয়েলথ গেমস আয়োজনের রাস্তা মোটামুটি পরিষ্কার। এই মুহূর্তে ভারতের সেভাবে কোনও প্রতিদ্বন্দ্বীই নয়।
