জিতলেই পাবেন ২৫তম গ্র্যান্ড স্ল্যাম। গড়বেন বিশ্বরেকর্ড। যদিও তা নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন নোভাক জকোভিচ। তাঁর সমসাময়িক দুই মহাতারকা রজার ফেডেরার এবং রাফায়েল নাদাল আগেই অবসর নিয়েছেন। সার্বিয়ান কিংবদন্তি এখনও লড়াই করে চলেছেন। গত চারটি গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেও কখনও জানিক সিনার, কখনও কার্লোস আলকারাজের কাছে হেরে বিদায় নিয়েছেন। অধরাই থেকে গিয়েছে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন। তাই নতুন বছরে নতুন মনোভাব নিয়ে কোর্টে নামতে চলেছেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জকোভিচ (Novak Djokovic)।
রবিবার শুরু অস্ট্রেলিয়ান ওপেন। প্রতিযোগিতায় নামার আগে জকোভিচ বলেছেন, "২৪ সংখ্যাটা খুব একটা খারাপ নয়, কী বলেন? আমি এটা নিয়ে ভাবছি না।" 'এবারই শেষ, নয়তো আর হবে না' এই মনোভাবকে দূরে সরিয়ে দিয়েছেন কিংবদন্তি টেনিস তারকা। তাঁর মতে, এই কথাগুলিই তাঁকে সেরাটা মেলে ধরতে দিচ্ছে না।
তাঁর বক্তব্য, “গত চারটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে তিনটিতে সিনার অথবা আলকারাজের কাছে হেরেছি। ওদের আলাদা করে আর প্রশংসা করে লাভ নেই। ওরা কতটা বড় খেলোয়াড়, তা পারফরম্যান্সই প্রমাণ করে। সিনার এবং আলকারাজ আলাদা স্তরে পৌঁছে গিয়েছে। ওরাই ফেভারিট। তাই বলে অন্যদের সুযোগ যে একেবারে নেই, সেকথা বলব না। আমি সবসময় সুযোগকে কাজে লাগাতে চাই। এবারও তাই করব।"
মেলবোর্নে প্রতিযোগিতায় চতুর্থ বাছাই জকোভিচ প্রথম রাউন্ডে খেলবেন পেড্রো মার্টিনেজের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ান ওপেনে শীর্ষ বাছাইয়ের মর্যাদা পেয়েছেন তরুণ স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। দ্বিতীয় স্থানে আছেন জানিক সিনার।
