সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' আয়োজিত হবে ভারতের মাটিতে। সেই স্বপ্নপূরণের পথে আপাতত মূল বাধা চারটি দেশ। মূলত মধ্যপ্রাচ্যের এই দেশগুলিকে পরাস্ত করতে পারলেই নয়াদিল্লি এবং আহমেদাবাদে আলিম্পিক আয়োজন সম্ভব।
২০৩৬ অলিম্পিক আয়োজন করতে চেয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থা। শুধু ওই বছরের অলিম্পিক নয়, তার সঙ্গে প্যারালিম্পিকও আয়োজন করতে চায় ভারত। সমস্যা হল ভারত ছাড়াও ২০৩৬ অলিম্পিকের জন্য আরও বেশ কয়েকটি দেশ বিড করেছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাখ জানিয়েছেন, ২০৩৬ অলিম্পিক আয়োজনের দাবিদার দেশের সংখ্যা ১০টিরও বেশি।
তবে এই ১০টি দেশের মধ্যে ভারতের মূল প্রতিপক্ষ কাতার, সৌদি আরব, তুরস্ক এবং ইন্দোনেশিয়া। আসলে অলিম্পিকে একটি অলিখিত নিয়ম আছে। প্রতিবছর আলাদা আলাদা মহাদেশে অলিম্পিক আয়োজন করা হয়। এ বছর যেমন প্যারিসে অলিম্পিক হয়ে গেল। পরের অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলসে। তার পর ২০৩২ সালের জন্য নির্দিষ্ট হয়ে আছে অস্ট্রেলিয়ার ব্রিসবেন। সেদিক থেকে দেখতে গেলে ২০৩৬ অলিম্পিক হওয়ার কথা এশিয়া মহাদেশের কোনও শহরে। এশিয়া থেকে ২০৩৬ অলিম্পিকের জন্য বিড করেছে মোট পাঁচটি দেশ।
ভারতের দিল্লি এবং আহমেদাবাদের পাশাপাশি কাতার, সৌদি আরব, তুরস্ক এবং ইন্দোনেশিয়াও লড়াইয়ে আছে। এর মধ্যে কাতারের ফুটবল বিশ্বকাপের আয়োজনের অভিজ্ঞতা রয়েছে। তুরস্কের ইস্তানবুল বার চারেক অলিম্পিক আয়োজনের দাবি জানিয়েও সাফল্য পায়নি। তবে ২০৩৬ এর আগে সেখানে ইউরপিয়ান গেমস হবে, ফুটবলে ইউরো কাপও হবে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে তুরস্ক। সৌদি নিজেদের অর্থবল ব্যবহার করে অলিম্পিক আয়োজনের স্বপ্ন দেখছে। লড়াইয়ে খানিক পিছিয়ে ইন্দোনেশিয়া।