shono
Advertisement
Juyel Sarkar

আন্তর্জা‌তিক মঞ্চে তিরন্দাজিতে রুপো বাংলার জুয়েলের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আর্চারি এশিয়া কাপ স্টেজ-২ ইভেন্টে রুপোর পদক জেতেন মালদহের এই তিরন্দাজ।
Published By: Prasenjit DuttaPosted: 07:50 PM Jun 20, 2025Updated: 07:52 PM Jun 20, 2025

সুনীপা চক্রবর্তী: জুয়েল সরকার। নামটার সঙ্গে অনেকেই পরিচিত। আবার অনেকেই পরিচিত নন। তিনি রাজ্য থেকে একমাত্র প্রতিযোগী হিসেবে এশিয়া কাপ স্টেজ-২ আর্চা‌রি প্রতিযোগিতায় যোগদান করেই বঙ্গবাসীর মুখ উজ্জ্বল করলেন। কেবল বাংলা নয়, দেশের নামও বিশ্ব মঞ্চে তুলে ধরে আরও একবার প্রমাণ করলেন তিনি কতটা 'জুয়েল'।

Advertisement

সিঙ্গাপুরে অনুষ্ঠিত আর্চারি এশিয়া কাপ স্টেজ-২ ইভেন্টে রুপোর পদক জয়ী হয়েছেন মালদহের এই তরুণ তিরন্দাজ। উল্লেখ্য, তরুণ তিরন্দাজ বর্তমানে ঝাড়গ্রামে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমিতে অনুশীলন করেন। এখানেই শেষ নয়, শুক্রবার এশিয়া কাপের দ্বিতীয় পর্ব থেকে ভারতের জুনিয়র তিরন্দাজরা মোট ন'টি পদক (দু'টি সোনা, ছ'টি রুপো এবং একটি ব্রোঞ্জ) জিতে ফিরছেন। 

জুয়েলের এই সাফল্যে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, 'জুয়েল সরকার আজ আর্চারি এশিয়া কাপ স্টেজ ২-এ রুপোর পদক জিতেছেন। এটা অত্যন্ত গর্বের মুহূর্ত। পুরুষদের রিকার্ভ দলের সদস্য জুয়েলকে অভিনন্দন। তাঁর পরিবার এবং কোচেদেরও অভিনন্দন।' উল্লেখ্য, রাজ্য থেকে একমাত্র জুয়েলই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। আর্চারি অ্যাকাডেমি সূত্রে জানা গিয়েছে, ২২ মে থেকে ২৫ মে পুণের আর্মি স্পোর্টস ইনস্টিটিউশনে এশিয়া কাপ স্টেজ ২ আর্চারি প্রতিযোগিতা এবং ওয়ার্ল্ড আর্চারি ইউথ প্রতিযোগিতার ট্রায়াল হয়েছিল। দু'টি ট্রায়ালেই ঝাড়গ্রাম আর্চারি অ্যাকাডেমির ছাত্র জুয়েল সরকার ১৯৮৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়ে ভারতীয় দলে সুযোগ পায়। 

আগামী ১৬ আগস্ট থেকে ২৫ আগস্ট কানাডার ইউনিপেজে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড আর্চারি ইউথ প্রতিযোগিতার ফাইনাল। সেখানেও সুযোগ পেয়েছেন এহেন জুয়েল। ৩৮তম জাতীয় গেমসে সোনা জিতেছিলেন জুয়েল। খেলো ইন্ডিয়া ইস্ট জোন আর্চারি প্রতিযোগিতাতেও সোনার পদকে ভরে উঠেছিল তাঁর ঝুলি। এখানেই শেষ নয়, ২০২২ সালে এশিয়াডে দলগত বিভাগে সোনার পদক আসে জুয়েল সরকারের হাত ধরেই। এই বিষয়ে ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, "আন্তর্জাতিক স্তরে তাঁর এই সাফল্য অন্যান্য খেলোয়াড়দের অনুপ্রেরণা দেবে। তাকে জেলার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আগামী প্রতিযোগিতাতেও জুয়েল ভালো ফল করবে বলে আমরা আশাবাদী।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বঙ্গবাসীর মুখ উজ্জ্বল করলেন তিরন্দাজ জুয়েল সরকার।
  • কেবল বাংলা নয়, দেশের নামও বিশ্ব মঞ্চে তুলে ধরে আরও একবার প্রমাণ করলেন তিনি কতটা 'জুয়েল'।
  • ঝাড়গ্রামে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমিতে অনুশীলন করেন তিনি।
Advertisement