shono
Advertisement
Tejpal Singh

লুধিয়ানায় প্রকাশ্যে গুলিতে খুন তরুণ কবাডি খেলোয়াড়, গ্যাংওয়ার নাকি ব্যক্তিগত শত্রুতা?

চার অভিযুক্তর সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।
Published By: Arpan DasPosted: 07:21 PM Oct 31, 2025Updated: 07:21 PM Oct 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবের লুধিয়ানায় প্রকাশ্য রাস্তায় খুন তরুণ কবাডি খেলোয়াড়! ২৬ বছর বয়সি কবাডি খেলোয়াড় তেজপাল সিংকে শুক্রবার দুপুরে গুলি করে খুন করা হয়েছে। জাগরাওঁ অঞ্চলের যেখানে তেজপালকে খুন করা হয়, তা লুধিয়ানার সিনিয়র পুলিশ সুপারিটেন্ডেন্টের বাড়ির খুব কাছেই। খোদ পুলিশ কর্তার বাড়ির সামনে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে জাগরাওঁ অঞ্চলে।

Advertisement

জানা গিয়েছে, তেজপাল গিড্ডেরওয়ান্ডি গ্রামের বাসিন্দা। প্রায়ই জাগরাওঁ অঞ্চলে ব্যক্তিগত কাজে আসতেন। শুক্রবার তাঁর ভাইয়ের সঙ্গে সেরকমই কাজে এসেছিলেন। দুপুর সাড়ে তিনটে নাগাদ লুধিয়ানার এসএসপি ও ডঃ হরি সিং হান্স প্রসূতি সদনের কাছাকাছি এক অঞ্চলে তাঁদেরকে চারজন ঘিরে ধরেন। জানা গিয়েছে অভিযুক্তদের মধ্যে দু'জন জাগরাওঁরই রুমি গ্রামের বাসিন্দা দুই ভাই কালা ও হানি।

প্রথমে তেজপাল ও তাঁর ভাইয়ের সঙ্গে ওই চার ব্যক্তির বচসা বাঁধে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা অন্যদিকে মোড় নেয়। গন্ডগোল এমন জায়গায় পৌঁছয় যে, ওই চারজন ঘিরে ধরে তেজপালদের মারধর করেন। তার পরই তেজপালকে লক্ষ্য করে গুলি চালানো হয়। যা সোজা তরুণ কবাডি খেলোয়াড়ের বুকে লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লুধিয়ানার এসএসপি অঙ্কুর গুপ্তা জানিয়েছেন, আচমকাই তাঁদের মধ্যে বচসা বাঁধে। সেখান থেকেই খুনের ঘটনা ঘটে। 

তিনি আরও জানান, গুলি চালানোর পর ওই চারজন সাদা সুইফট গাড়িতে পালিয়ে যান। তবে তাঁদের শনাক্ত করা হয়েছে এবং খুনের মামলা দায়ের করা হয়েছে। মনে করা হচ্ছে, পুরনো শত্রুতার জেরেই তেজপালকে খুন করা হয়েছে। ওই চার অভিযুক্তর সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাঞ্জাবের লুধিয়ানায় প্রকাশ্য রাস্তায় খুন তরুণ কবাডি খেলোয়াড়!
  • ২৪ বছর বয়সি কবাডি খেলোয়াড় তেজপাল সিংকে শুক্রবার দুপুরে গুলি করে খুন করা হয়েছে।
  • জাগরাওঁ অঞ্চলের যেখানে তেজপালকে খুন করা হয়, তা লুধিয়ানার সিনিয়র পুলিশ সুপারিটেন্ডেন্টের বাড়ির খুব কাছেই।
Advertisement