সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: র্যাকেট তুলে রেখেছিলেন আগেই। তবে টেনিস থেকে দূরে থাকছেন না লিয়েন্ডার পেজ। বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব নিলেন এই টেনিস কিংবদন্তি। শনিবার সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানেই বিদায়ী সভাপতি হিরন্ময় চট্টোপাধ্যায় দায়িত্ব তুলে দেন লিয়েন্ডারের হাতে।
নতুন ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “ক্রীড়া প্রশাসন আমার কাছে নতুন বিষয়। শিক্ষানবিশের মানসিকতা নিয়ে কাজ করতে চাই।” লিয়েন্ডারের কথায়, "টেনিস জীবনে যে ভাবে প্রথম সার্ভ করেছিলাম, ক্রীড়া প্রশাসনে এটা আমার প্রথম সার্ভ হতে চলেছে। আমি আরও এক বার ছাত্র হলাম। এই অভিজ্ঞতা আগে কখনও হয়নি।" তিনি জানিয়েছেন, এবার শুধু শহরে নয়, জেলায় জেলায় টেনিসের প্রসার ঘটাতে চান তিনি। সংস্থার নতুন সচিব হয়েছেন কেতন শেঠ। এর আগে তিনি সংস্থার কোষাধক্ষ্য পদে ছিলেন।
লিয়েন্ডার পেজ ভারতের টেনিস ইতিহাসের সফলতম নক্ষত্র। ডাবলস এবং মিক্সড ডাবলস মিলিয়ে তিনি মোট ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। ডেভিস কাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন এবং জিতেছেন। সাতটি অলিম্পিকে খেলেছেন। একটি পদকও আছে। টেনিসের হল অফ ফেমেও নাম রয়েছে তাঁর। এ হেন তারকার হাতে এবার বঙ্গ টেনিসের উন্নতির ভার। স্বাভাবিকভাবেই এবার টেনিসপ্রেমীরা আশায় বুক বাঁধবেন।
