shono
Advertisement
Lindsey Vonn

২০১৬-র ট্রেন্ডে গা ভাসিয়ে নগ্ন ছবি শেয়ার, অলিম্পিক সোনাজয়ীর উষ্ণতায় মজে নেটপাড়া!

৪১ বছর বয়সি সুন্দরী ক্রীড়াবিদের ব্যক্তিগত জীবনও যথেষ্ট রঙিন। ২০১০-এ অলিম্পিকে সোনা জিতেছেন, ঝুলিতে আছে স্কি বিশ্ব চ্যাম্পিয়নশিপের দু'টি সোনার পদকও। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রচুর পদক জিতেছেন।
Published By: Arpan DasPosted: 04:54 PM Jan 24, 2026Updated: 04:54 PM Jan 24, 2026

২০১৬-ই নতুন ২০২৬-এ। এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন সেলিব্রিটিরা। অতীত থেকে নিজেদের পুরনো ছবি আপলোড করছেন অনেকে। তাতে শামিল অলিম্পিকে সোনাজয়ী ক্রীড়াবিদ লিন্ডসে ভন। তিনিও ২০১৬-র ছবি দিয়েছেন। যা দেখে চমকে উঠেছেন নেটিজেনরা। কেন? কারণ লিন্ডসে নিজের নগ্ন ছবিও শেয়ার করেছেন।

Advertisement

আমেরিকার বিখ্যাত স্কি রেসার লিন্ডসে। ৪১ বছর বয়সি সুন্দরী ক্রীড়াবিদের প্রাপ্তিতালিকা নেহাত কম নয়। ২০১০-এ অলিম্পিকে সোনা জিতেছেন, ঝুলিতে আছে স্কি বিশ্ব চ্যাম্পিয়নশিপের দু'টি সোনার পদকও। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রচুর পদক জিতেছেন। মাঝে কিছুদিনের অবসর নিলেও গতবছরই কামব্যাক করেছেন।

শুধু খেলাধুলোর জন্য নয়, তাঁর রূপের জন্যও ভক্তসংখ্যা প্রচুর। সোশাল মিডিয়ায় প্রায়ই খোলামেলা ছবি দেন লিন্ডসে। কিন্তু ট্রেন্ডে ভেসে সমস্ত গণ্ডি অতিক্রম করে গেলেন। ২০১৬-র একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। যার প্রথম ছবিটিই চমকে দেওয়ার মতো। পুরো উন্মক্ত শরীর। বাকিটা রং করা। আর সপ্তম ছবিতে যেতেই চক্ষু ছানাবড়া। শরীর নীল রং করা। কিন্তু কোনও পোশাক নেই। সেই অবস্থায় ব্যায়াম করছেন লিন্ডসে। ভিডিওটি একদিক থেকে করা হলেও তাঁর শরীরী গড়ন বুঝতে কারও অসুবিধা হয়নি। লিন্ডসে সেই পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়।

লিন্ডসের ব্যক্তিগত জীবনও যথেষ্ট রঙিন। আমেরিকা দলে তাঁর সতীর্থ থমাস ভনের সঙ্গে বিয়ে চার বছর টেকে। তারপর প্রায় বছর দুয়েক গলফ তারকা টাইগার উডসের সঙ্গে প্রেমকাহিনি চলে। সেই সময় টাইগারের জীবনে টালমাটাল পরিস্থিতি চলছিল। বিবাহবিচ্ছেদও হয়। তারপর প্রায় প্রতি বছর কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন লিন্ডসে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement