shono
Advertisement
Magnus Carlsen

ফের 'ভারতীয়' কাঁটায় বিদ্ধ কার্লসেন! দিল্লির ৯ বছরের খুদের বিরুদ্ধে নাস্তানাবুদ বিশ্বসেরা দাবাড়ু

দিনকয়েক আগেই বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশের কাছে হেরেছিলেন কার্লসেন।
Published By: Anwesha AdhikaryPosted: 03:11 PM Jun 25, 2025Updated: 03:11 PM Jun 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক আগেই বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশের কাছে হেরেছিলেন। এবার ৯ বছর বয়সি এক খুদে দাবাড়ুর কাছেও হারতে বসেছিলেন ম্যাগনাস কার্লসেন! জানা গিয়েছে, একটি অনলাইন দাবা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দু'জনে। সেখানেই কার্লসেনকে প্রায় হারিয়ে দিয়েছিল ভারতের খুদে দাবাড়ু আরিৎ কপিল।

Advertisement

মঙ্গলবার 'আর্লি টাইটেলড টিউজডে' নামে এক অনলাইন প্ল্যাটফর্ম দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানেই বিশ্বের এক নম্বর দাবাড়ু কার্লসেনের বিরুদ্ধে খেলতে বসে ভারতের আরিৎ। জর্জিয়ার একটি হোটেলে বসে প্রতিযোগিতায় অংশ নেয় ৯ বছর বয়সি দাবাড়ু। ম্যাচ চলাকালীন সেয়ানে সেয়ানে টক্কর চলে দুই দাবাড়ুর মধ্যে। এমনকি খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে পর্যন্তও এগিয়ে ছিল ভারতের আরিৎই।

তবে একেবারে শেষ লগ্নে এসে পাশা উলটে দেন কার্লসেন। শেষ চালে এসে ম্যাচ ড্র করতে বাধ্য হয় আরিৎ। কার্যত নিশ্চিত জয় হাতছাড়া হয় তার। তবে বিশ্বের সেরা দাবাড়ুর বিরুদ্ধে যেভাবে লড়াই চালিয়েছে ভারতের খুদে, তাতে মুগ্ধ ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, কয়েকদিন আগেই অনূর্ধ্ব-৯ জাতীয় চ্যাম্পিয়নশিপে রানার্স হয়েছিল আরিৎ। আপাতত তার নজর অনূর্ধ্ব ১০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে। সেই টুর্নামেন্টের প্রথম দুই রাউন্ডে জিতেও গিয়েছে আরিৎ। তবে ভারতীয় খুদের বিরুদ্ধে হার এড়ালেও শেষ পর্যন্ত খেতাব জিততে পারেননি কার্লসেন। 'আর্লি টাইটেলড টিউজডে' খেতাব জিতেছেন ভারতেরই ভি প্রণব।

প্রসঙ্গত, নরওয়ে ওপেনের ষষ্ঠ রাউন্ডে কার্লসেনের মুখোমুখি হয়েছিলেন ভারতের গুকেশ। গোটা ম্যাচে আধিপত্য নিয়েই খেলছিলেন কার্লসেন। তবে পালটা লড়াই চালিয়ে যান গুকেশ। শেষ পর্যন্ত জয়ের হাসি ফোটে গুকেশের মুখেই। আর ম্যাচের পর হতাশা গোপন করতে পারেননি কার্লসেন। মেজাজ হারিয়ে টেবিলে ঘুসি মারেন তিনি। সেই ঘটনার পরপরই ফের এক ভারতীয় দাবাড়ুর কাছে প্রায় হেরে যাচ্ছিলেন কার্লসেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার 'আর্লি টাইটেলড টিউজডে' নামে এক অনলাইন প্ল্যাটফর্ম দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
  • একেবারে শেষ লগ্নে এসে পাশা উলটে দেন কার্লসেন। শেষ চালে এসে ম্যাচ ড্র করতে বাধ্য হয় আরিৎ।
  • নরওয়ে ওপেনের ষষ্ঠ রাউন্ডে কার্লসেনের মুখোমুখি হয়েছিলেন ভারতের গুকেশ।
Advertisement