স্টাফ রিপোর্টার: প্রথম দাবাড়ু হিসেবে ফিডে উওমেন্স গ্র্যান্ড সুইসে খেতাব ধরে রাখার নজির গড়লেন বৈশালী রমেশবাবু। শেষ ম্যাচে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন তান ঝংয়ির সঙ্গে ড্র করার সুবাদে সেরা হলেন এই ভারতীয় দাবাড়ু। এই জয়ের ফলে ক্যান্ডিডেটস প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করে ফেললেন তিনি।
এর আগে ভারতীয় দাবাড়ুতের মধ্যে কোনেরু হাম্পি এবং দিব্যা দেশমুখ ক্যান্ডিডেটসের ছাড়পত্র পেয়েছেন। এই সাফল্যের জন্য বৈশালীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করেন, 'দ্বিতীয়বার ফিডে গ্র্যান্ড সুইস টুর্নামেন্ট জয়ের জন্য বৈশালী রমেশবাবুকে শুভেচ্ছা। এই সাফল্য অভিনব এবং ওঁর পরিবার ও বন্ধুদেরও অভিনন্দন।'
২০২৩ সালে গ্র্যান্ড সুইসে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিলেন বৈশালী। এবার ফের জয়ের পর তিনি বলেন, "দুটো খেতাবের মধ্যে তুলনা করা কঠিন। ২০২৩-এর খেতাবটা কঠিন সময়ে পেয়েছিলাম। কারণ অনেকদিন ভালো খেলছিলাম না। তারপর সবকিছু ঠিকঠাক হওয়ার পর সেবার চ্যাম্পিয়ন হই। আর এবছরও আমার পারফরম্যান্স বিশেষ উজ্জ্বল নয়। চেষ্টা করলেও ফল পাচ্ছিলাম না। ফলে এই জয় আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।" উজবেকিস্তানের সমরখন্দে হওয়া প্রতিযোগিতায় ১১ রাউন্ডে ৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বৈশালী।
