shono
Advertisement
Bharat Sevashram Sangha

স্বামী প্রণবানন্দ যোগাসন প্রতিযোগিতা, দক্ষিণ ২৪ পরগনায় প্রথমবার এত বড় আয়োজন

৮০০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়।
Published By: Buddhadeb HalderPosted: 12:45 PM Nov 10, 2025Updated: 12:47 PM Nov 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনারপুর গোড়খাড়া বিদ্যামন্দির হাইস্কুলের মাঠে এক অনন্য সাংস্কৃতিক ও শারীরিক দক্ষতার প্রদর্শনী অনুষ্ঠিত হল। মন্মথপুর প্রণব মন্দির পরিকল্পিত স্বামী প্রণবানন্দ আর্ট আকাডেমির উদ্যোগে আয়োজিত হল স্বামী প্রণবানন্দ যোগাসন প্রতিযোগিতা।
দক্ষিণ ২৪ পরগণা জেলায় এই ধরনের বৃহৎ যোগাসন প্রতিযোগিতা এবারই প্রথম। প্রতিযোগিতায় ৮০০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন।

Advertisement

অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘ খুড়িগাছি শাখার স্বামী চন্দনানন্দজী মহারাজ, কার্যকরী সভাপতি জেলা হিন্দু মিলন মন্দিরের বাসুদেব হালদার, প্রণবানন্দ মার্শাল আর্ট অ্যান্ড যোগা অ্যাসোসিয়েশনের বিধান মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন মন্মথপুর প্রণব মন্দিরের সুশান্ত মাইতি, ডাঃ এম পি সিং প্রমুখ। প্রদীপ প্রজ্জ্বলন ও শান্তিমন্ত্র পাঠের মধ্য দিয়ে শুরু হয় এই প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি যোগশিল্পীকে তাদের মেধা ও দক্ষতা অনুযায়ী ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক সৈকত মন্ডল, দাও যোগ সেন্টারের গোপাল দাও এবং মন্মথপুর প্রণব মন্দিরের প্রতিষ্ঠাতা সত্যরঞ্জন মহাপাত্র।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিউলি মহান্তি, সাহেব মহাপাত্র ও মিন্টু বেজ। আয়োজক মহলের মতে, এই প্রতিযোগিতা শুধু যোগব্যায়াম প্রচারেই নয়, তরুণ প্রজন্মের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোনারপুর গোড়খাড়া বিদ্যামন্দির হাইস্কুলের মাঠে এক অনন্য সাংস্কৃতিক প্রদর্শনী অনুষ্ঠিত হল।
  • অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘ খুড়িগাছি শাখার স্বামী চন্দনানন্দজী মহারাজ।
  • তরুণ প্রজন্মের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতা গড়ে তুলতে এই বিশাল উদ্যোগ।
Advertisement