shono
Advertisement
Manu Bhaker

জোড়া পদকের সৌজন্যে মুকুটে নয়া পালক, BBC বর্ষসেরা ভারতীয় মহিলার সম্মান পেলেন মনু

ভারতীয় শুটারের এহেন সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু।
Published By: Sulaya SinghaPosted: 09:31 PM Feb 18, 2025Updated: 09:31 PM Feb 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে একই অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়েছিলেন মনু ভাকের। সেই সাফল্যের জন্যই এবার তাঁর মুকুটে যুক্ত হল নয়া পালক। গোটা বিশ্বের জনসাধারণের ভোটে বিবিসি বর্ষসেরা ইন্ডিয়ান স্পোর্টওম্যানের পুরস্কার জিতলেন মনু।

Advertisement

গত বছর প্যারিস অলিম্পিকে শুটিংয়ের মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগ এবং মিক্সড ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে ব্রোঞ্জ ঘরে তোলেন মনু। তাঁর এহেন সাফল্যের জন্যই বিপুল পরিমাণ ভোট পেয়ে বিশ্বমঞ্চে সেরার স্বীকৃতি পেলেন তিনি। পুরস্কার হাতে নিয়ে ২২ বছরের ভারতীয় শুটার বলেন, "জীবনে অনেক উত্থান-পতনের মধ্যে দিয়ে এগিয়েছি। আশা করি যারা ভালো খেলার স্বপ্ন দেখছে, তাদের, অ্যাথলিটদের এবং মেয়েদের অনুপ্রাণিত করতে পেরেছি। বারবার বাধার মুখে পড়া মানেই কিন্তু হার মানা নয়। নিজেকেই নিজের জীবনের কাহিনি লিখতে হবে।"

উল্লেখ্য, এর আগে বিবিসির বর্ষসেরা ISWOTY ইমার্জিং অ্যাথলিট হয়েছিলেন। গত সপ্তাহেই মুম্বইয়ের তাজ হোটেলে অনুষ্ঠিত স্পোর্টসস্টার এস অ্যাওয়ার্ডের মঞ্চেই সেরা মহিলা অ্যাথলিটের শিরোপা পান মনু।

মনুর পাশাপাশি ভারতের প্যারা অ্যাথলিট অবনী লেখারা বিবিসির বর্ষসেরা ISWOTY প্যারা-স্পোর্টসওম্যান পুরস্কার পান। ২৩ বছরের তারকা প্রথম মহিলা ভারতীয় হিসেবে প্যারালিম্পিকে তিনটি পদক পেয়েছেন। প্যারিসে সোনা জেতেন তিনি। তার আগে ২০২০ টোকিও অলিম্পিকে পেয়েছিলেন সোনা এবং ব্রোঞ্জ। দুই শুটারের এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। বিবিসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, "বিবিসি যেভাবে বর্ষসেরা ইন্ডিয়ান স্পোর্টসওম্যান পুরস্কারের আয়োজন করেছে, তার জন্য আমি বিবিসি টিমকে সাধুবাদ জানাই। যাঁরা এখানে সম্মানিত হয়েছেন, তাঁরা বহু উঠতি প্রতিভাকে নির্ভয়ে স্বপ্ন দেখার অনুপ্রেরণা জুগিয়েছেন।" 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এর আগে বিবিসির বর্ষসেরা ISWOTY ইমার্জিং অ্যাথলিট হয়েছিলেন।
  • গত সপ্তাহেই মুম্বইয়ের তাজ হোটেলে অনুষ্ঠিত স্পোর্টসস্টার এস অ্যাওয়ার্ডের মঞ্চেই সেরা মহিলা অ্যাথলিটের শিরোপা পান মনু।
Advertisement