shono
Advertisement

Breaking News

Minakshi Hooda

সেমিফাইনালে মীনাক্ষী হুডা, বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের আরও একটি পদক নিশ্চিত

ভারতীয় বক্সারের আগ্রাসনের সামনে আত্মসমর্পণ করেন প্রতিপক্ষ।
Published By: Prasenjit DuttaPosted: 07:09 PM Sep 12, 2025Updated: 07:15 PM Sep 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে আরও একটা পদক নিশ্চিত হল ভারতের। এর আগে তিনটি পদক নিশ্চিত ছিলই। শুক্রবার লিভারপুলে ভারতীয় বক্সার মীনাক্ষী হুডা সেমিফাইনালে উঠে চতুর্থ পদক নিশ্চিত করেছেন।

Advertisement

শুক্রবার ৪৮ কেজি বিভাগে ইংল্যান্ডের অ্যালিস পামফ্রে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন ভারতীয় বক্সার। অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন এই পামফ্রেকে। এদিন শুরু থেকেই আক্রমণত্মক মেজাজে দেখা যায় মীনাক্ষীকে। তাঁর দাপটের সামনে ব্যাকফুটে চলে যান পামফ্রে। ম্যাচের ফলাফল ৫-০। উল্লেখ্য, চিনের ওয়াং কুইপিংকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তিনি।

৬০টিরও বেশি দেশের ৫০০ জনেরও বেশি বক্সার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। যাকে বলা হচ্ছে, ওয়ার্ল্ড বক্সিং আয়োজিত প্রথম 'এলিট-লেভেল গ্লোবাল' চ্যাম্পিয়নশিপ। মীনাক্ষী ছাড়াও অভিজ্ঞ ভারতীয় বক্সার পূজা রানিও পদক নিশ্চিত করেছেন। এটিই তাঁর প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক হতে চলেছে। ৮০ কেজি বিভাগে পোল্যান্ডের এমিলিয়া কোটারস্কাকে হারিয়েছেন পূজা।

৩৪ বছর বয়সি পূজা প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন। কোয়ার্টার ফাইনালে কোটারস্কাকে ৩-২ ব্যবধানে হারান তিনি। উল্লেখ্য, এর আগে বুধবার মহিলাদের ৮০+ বিভাগে সেমিফাইনালে জায়গা করে নিয়ে ভারতের প্রথম পদক নিশ্চিত করেছিলেন নূপুর শিওরান। কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানের অলটিনয় সোটিমবোয়েভাকে ৪-১ ব্যবধানে হারিয়েছিলেন তিনি। তাছাড়াও ৫৭ কেজি বিভাগে সেমিফাইনালে উঠে ভারতের হয়ে পদক নিশ্চিত করেছেন জেসমিন ল্যাম্বোরিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে আরও একটা পদক নিশ্চিত হল ভারতের।
  • এর আগে তিনটি পদক নিশ্চিত ছিলই।
  • শুক্রবার লিভারপুলে ভারতীয় বক্সার মীনাক্ষী হুডা সেমিফাইনালে উঠে চতুর্থ পদক নিশ্চিত করেছেন।
Advertisement