সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৩ বছর পর ভারতে বসতে চলেছে দাবা বিশ্বকাপের আসর। গোয়ায় ৩০ অক্টোবর থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। আর এরজন্য বেজায় খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বকাপ আয়োজনের খবর সামনে আসায় সোশাল মিডিয়ায় পোস্ট করে স্বাগত জানিয়েছেন।
২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। সেবার হায়দরাবাদে শিরোপা জিতেছিলেন বিশ্বনাথন আনন্দ। সোমবার FIDE একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে, গোয়াকে আসন্ন দাবা বিশ্বকাপের জন্য বেছে নেওয়া হয়েছে। আসন্ন বিশ্বকাপে ২০৬ জন নামজাদা দাবাড়ু নকআউট ফরম্যাটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গিয়েছে।
এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, '২০ বছর পর ভারতে FIDE বিশ্বকাপ আয়োজিত হবে। তাতে খুবই আনন্দিত। আমাদের তরুণদের মধ্যে দাবার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। দেশে এই খেলার জনপ্রিয়তা আরও বাড়বে। আমি নিশ্চিত এই টুর্নামেন্ট একাধিক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী থাকবে। বিশ্বের সেরা প্লেয়ারদের মধ্যে উপভোগ্য লড়াইও দেখা যাবে।' উল্লেখ্য, দাবা বিশ্বকাপে পুরস্কারমূল্য ২০ লক্ষ মার্কিন ডলার।
২০২১ সাল থেকে শুরু হওয়া এই ফরম্যাটে একটি ‘সিঙ্গেল এলিমিনেশন স্ট্রাকচার’ রয়েছে। এখানে প্রতিটি রাউন্ড তিন দিন ধরে চলে। প্রত্যেক রাউন্ডই হবে নকআউট। থাকবে দু'টো ক্লাসিক্যাল গেম। সেই গেম টাই হলে প্লেঅফে থাকবে র্যাপিড ও ব্লিৎজ। বিশ্বকাপেও এই নিয়ম বহাল থাকবে। শীর্ষ ৫০ জন প্রথম রাউন্ডে বাই পাবে বলে জানা গিয়েছে। ৫১ থেকে ২০৬ জন দাবাড়ুকে প্রথম রাউন্ডে খেলতে হবে। বিশ্বকাপ জয়ী তিন দাবাড়ু সরাসরি সুযোগ পাবেন ২০২৬ সালের ক্যান্ডিডেটস প্রতিযোগিতায়।
ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছেন ডি গুকেশ, ২০২৩ বিশ্বকাপের রানারআপ রমেশবাবু প্রজ্ঞানন্দ এবং বিশ্বের পাঁচ নম্বর অর্জুন এরিগাইসি। বিশ্বের এক নম্বর তারকা ম্যাগনাস কার্লসেনও এই বছরের শুরুতে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন।
