shono
Advertisement
National Shooting Coach

হোটেলে ডেকে নাবালিকা শুটারের যৌন হেনস্তা! বরখাস্ত জাতীয় দলের কোচ

বক্সিংয়ের পর এবার শুটিংয়েও যৌন হেনস্তার করাল ছায়া।
Published By: Subhajit MandalPosted: 11:37 AM Jan 08, 2026Updated: 12:36 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় স্তরের নাবালিকা শুটারকে যৌন হেনস্থার অভিযোগ! বরখাস্ত করা হল জাতীয় শুটিং কোচ (National Shooting Coach) অঙ্কুশ ভারদ্বাজকে। তাঁর বিরুদ্ধে হরিয়ানা পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ডঃ কর্ণী সিং শুটিং রেঞ্জে আয়োজিত একটি জাতীয় স্তরের প্রতিযোগিতার সময়। সপ্তাহ তিনে আগে ওই প্রতিযোগিতায় অংশ নিতে দিল্লি আসে ১৭ বছরের নাবালিকা শুটার। ঘটনাটি ফরিদাবাদের এক হোটেলের। অভিযোগ জাতীয় স্তরের ওই শুটারকে পারফরম্যান্স মুল্যায়ণের আছিলায় হোটেলের রুমে যৌন নির্যাতন চালাত অঙ্কুশ ভারদ্বাজ। নাবালিকার অভিযোগ, পারফরম্যান্স মুল্যায়ণের নামে ওই নাবালিকা শুটারকে ফরিদাবাদের হোটেলটিতে ডেকে পাঠায় অঙ্কুশ। প্রথমে লবিতে কথা বলার আশ্বাস দিলেও হোটেলে যাওয়ার পর তাঁকে ঘরে আসার জন্য চাপ দেয় অঙ্কুশ। সেখানেই যৌন হেনস্থার অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার নাবালিকা শুটারের পরিবারের তরফে ওই কোচের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। হরিয়ানা পুলিশ জানিয়েছে, নাবালিকার অভিযোগের গুরুত্ব বিবেচনা করে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে ওই কোচের বিরুদ্ধে। তাঁকে ইতিমধ্যেই আটকও করা হয়েছে। ওইদিনের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, দেশের ১৩ জন জাতীয় স্তরের পিস্তল কোচের মধ্যে একজন অঙ্কুশ। তাঁকে এই পদে এনেছিল ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। যৌন হেনস্থার অভিযোগের পর তাঁকে সাসপেন্ড করা হয়েছে ওই দপ্তর। এর আগে একইভাবে এক বক্সিং কোচের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। সেই কোচকেও বরখাস্ত করা হয়। পরপর এই ধরনের ঘটনা দেশের ক্রীড়াক্ষেত্রে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জাতীয় স্তরের নাবালিকা শুটারকে যৌন হেনস্থার অভিযোগ!
  • বরখাস্ত করা হল জাতীয় শুটিং কোচ অঙ্কুশ ভারদ্বাজকে।
  • তাঁর বিরুদ্ধে হরিয়ানা পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে।
Advertisement