shono
Advertisement
Neeraj Chopra

নিজের রাজ্যে বাবার হাতে খুন টেনিস খেলোয়াড়, মুখ খুললেন 'স্তম্ভিত' নীরজ

পুলিশের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করেছেন রাধিকা যাদবের বাবা।
Published By: Subhajit MandalPosted: 05:01 PM Jul 11, 2025Updated: 05:01 PM Jul 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ের উপার্জনে বসে বসে খায় বাবা! কটাক্ষ শুনতে শুনতে তিতিবিরক্ত হয়ে টেনিস খেলোয়াড় মেয়েকে গুলি করে খুন বাবার! নিজের রাজ্য হরিয়ানার এই ঘটনায় স্তম্ভিত অ্যাথলিট নীরজ চোপড়া। তিনি বলছেন, এই ধরনের ক্রীড়াবিদদের নিয়ে গর্ব করা উচিত। তাঁদের সাহায্য করা উচিত।

Advertisement

বৃহস্পতিবার হরিয়ানার গুরুগ্রামে খুন হন টেনিস তারকা রাধিকা যাদব। প্রাথমিকভাবে জানা যায়, রাধিকাকে লক্ষ্য করে পাঁচটি গুলি চালান তাঁর বাবা দীপক যাদব। তিনটি গুলি রাধিকার বুকে লাগে। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তাঁর। তরুণ খেলোয়াড়ের মর্মান্তিক পরিণতির পর গোটা ঘটনা নিয়ে দেশজুড়ে চর্চা শুরু হয়। পুলিশে এফআইআর দায়ের করেন রাধিকার কাকা কুলদীপ যাদব।

পুলিশের জেরায় তাঁর বাবা দীপক স্বীকার করেন, তিনিই মেয়েকে খুন করেছেন। খুনের কারণ আরও চমকে দেওয়ার মতো। দীপক পুলিশকে জানান, “গ্রামের সকলে আমাকে খোঁচা দিত। সবাই বলত, আমি মেয়ের পয়সায় বসে বসে খাই। এই খোঁচা শুনতে শুনতে বিরক্ত লাগত। আমার মেয়ের চরিত্র নিয়েও প্রশ্ন তুলত। আমি অনেকবার মেয়েকে বলেছিলাম অ্যাকাডেমিটা বন্ধ করে দিতে, শোনেনি। বারবার কটাক্ষ শুনতে শুনতে আমার সম্মানহানি হচ্ছিল।” বস্তুত স্রেফ পড়শিদের খোঁচা শুনে বিরক্ত হয়ে নিজের মেয়েকে খুন করে দেন দীপক।

ওই ব্যক্তির কাণ্ডে স্বাভাবিকভাবেই হতবাক সোনার ছেলে নীরজ। হরিয়ানা, যে রাজ্য থেকে প্রতিবছর রেকর্ড সংখ্যক অ্যাথলিট জাতীয় স্তরে উঠে আসেন, সেই রাজ্যেই এই ঘটনা। নীরজ বলছেন,"ব্যাপারটা নিয়ে আমি কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম। আমরা ইতিমধ্যেই হরিয়ানা থেকে বেশ কিছু অসাধারণ মহিলা অ্যাথলিট পেয়েছি। যারা দেশকে অভাবনীয় সাফল্য এনে দিচ্ছেন।" নীরজের কথায়, "একটি পরিবারে একে অপরকে সাহায্য করা উচিত। যেসব অ্যাথলিটরা আমাদের গর্বিত করছে, তাঁদের আদর্শ হিসাবে ভাবা উচিত। তাঁদের অনুসরণ করা উচিত।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কটাক্ষ শুনতে শুনতে তিতিবিরক্ত হয়ে টেনিস খেলোয়াড় মেয়েকে গুলি করে খুন বাবার!
  • নিজের রাজ্য হরিয়ানার এই ঘটনায় স্তম্ভিত অ্যাথলিট নীরজ চোপড়া।
  • তিনি বলছেন, এই ধরনের ক্রীড়াবিদদের নিয়ে গর্ব করা উচিত। তাঁদের সাহায্য করা উচিত।
Advertisement