সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সোনার ছেলে ফের বিশ্বসেরা। পর পর দুই ডায়মন্ড লিগ এবং অস্ত্রাভা গোল্ডেন স্পাইকে ভালো পারফর্ম করার পুরস্কার পেলেন নীরজ চোপড়া। ৯ মাসের ব্যবধানে ফের বিশ্ব জ্যাভলিন ক্রমতালিকায় সেরার শিরোপা পেলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী ভারতীয় তারকা। প্যারিস অলিম্পিকে সোনাজয়ী আরশাদ নাদিম রয়েছেন চতুর্থ স্থানে।
জ্যাভলিনের সর্বশেষ বিশ্ব Ranking-এ নীরজ এক নম্বরে। তাঁর সংগ্রহ ১৪৪৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যান্ডারসন পিটার্স। তাঁর পয়েন্ট ১৪৩১। এদিকে ১৪০৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জার্মানির জুলিয়ান ওয়েবার। প্যারিস অলিম্পিকে সোনাজয়ী পাক অ্যাথলিট আরশাদ নাদিম রয়েছেন চতুর্থ স্থানে। তাঁর পয়েন্ট সংখ্যা ১৩৭০।
টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন নীরজ। কিন্তু প্যারিসে সেই খেতাব হাতছাড়া করেন। পাকিস্তানের আরশাদ খানিকটা অপ্রত্যাশিতভাবেই প্যারিস অলিম্পিকে সোনা পেয়ে যান। তবে প্যারিস অলিম্পিকের পরেও বিশ্ব জ্যাভলিন ক্রমতালিকায় নীরজই ছিলেন শীর্ষস্থানে। যদিও অলিম্পিকের সময় থেকেই চোটে ভুগছেন ভারতের সোনার ছেলে। অলিম্পিকের পরও বেশ কয়েক মাস সেই চোট ভুগিয়েছে নীরজকে। ফর্মও ভালো ছিল না। যার ফলে শীর্ষ স্থান হাতছাড়া হয়ে যায়। ৯ মাস পর সেই সিংহাসন ফিরে পেলেন তিনি।
আসলে কোচ বদল এবং চোট থেকে ফেরার পরই দুর্দান্ত ফর্মে নীরজ। গত মাসেই দোহা ডায়মন্ড লিগে প্রথমবার ৯০ মিটারের গণ্ডি পেরিয়েছিলেন ভারতের সোনার ছেলে। কিন্তু সেবার সেরার শিরোপা অধরাই থেকে যায়। এরপর রাতে প্যারিস ডায়মন্ড লিগে সেরার শিরোপা পান তিনি। তিনি সর্বোচ্চ জ্যাভলিন ছোড়েন ৮৮.১৬ মিটার। তারপরই ওস্ত্রাভা গোল্ডেন স্পাইকে ৮৫.২৯ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে প্রথম হন নীরজ। পরপর খেতাব জিতে ফের বিশ্বসেরার আসনে বসলেন তিনি।
