সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪-র অলিম্পিকে ৬টি পদক এসেছিল ভারতের ঝুলিতে। স্বাভাবিকভাবেই আশা করা হয়েছিল, টোকিওয় বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও সাফল্য পাবেন ভারতের ক্রীড়াবিদরা। কিন্তু সেখানে শুধুই ব্যর্থতা। ৬ বছর পর বিশ্ব অ্যাথলেটিক্স থেকে খালি হাতে ফিরছে ভারত।
নীরজ চোপড়া থেকে রাম বাবু। অনেকের থেকেই পদকের প্রত্যাশা ছিল। কিন্তু ভারতের হয়ে পদকের সবচেয়ে কাছে এসেছিলেন জ্যাভলিন থ্রোয়ার শচীন যাদব। তিনি শেষ করেন চতুর্থ স্থানে। অন্যদিকে কেরিয়ারের সেরা পারফরম্যান্সেও লং জাম্পে পঞ্চম স্থানে শেষ করেন সর্বেশ কুশারে। তবে হতাশ করেছেন অনিমেশ কুজুর, গুলবীর সিং কিংবা অন্নু রানিরা। দেশের ক্রীড়াভক্তদের মধ্যে অনেকেই অভিযোগ করছেন, '১৫০ কোটির ভারতবর্ষ থেকে কি একজনও পদক আনতে পারেন না।'
২০২৩ সালেও যে ভারত বিপুল সাফল্য পেয়েছিল, তা নয়। বুদাপেস্ট থেকে মাত্র একটি সোনা আসে ভারতের ঝুলিতে। সেটাও এসেছিল নীরজ চোপড়ার কৃতিত্বে। ২০২২-এও একই পরিস্থিতি। সেখানে একটি ব্রোঞ্জ আসে, নীরজের সৌজন্যে। ২০১৯ সালে ২৩ জন প্রতিযোগী কোনও পদক আনতে পারেননি। ঠিক একই অবস্থা হল এবার ১৯জন প্রতিযোগী নিয়ে।
২০২৫ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত
পুরুষদের ফলাফল
লং জাম্প
সর্বেশ কুশারে - ২.২৮ মিটার, ষষ্ঠ স্থান
জ্যাভলিন
শচীন যাদব — ৮৬.২৭ মিটার, চতুর্থ স্থান
নীরজ চোপড়া — ৮৪.০৩ মিটার, অষ্টম স্থান
যশবীর সিং — ৭৭.৫১ মিটার, ফাইনালে ওঠেননি
রোহিত যাদব — ৭৭.৮১ মিটার, ফাইনালে ওঠেননি
লং জাম্প
মুরলী শ্রীশঙ্কর — ৭.৭৮ মিটার, ফাইনালে ওঠেননি
ট্রিপল জাম্প
প্রবীণ চিত্রাভেল — ১৬.৭৪ মিটার, ফাইনালে ওঠেননি
আবদুল্লাহ আবুবাকের — ১৬.৩৩ মিটার, ফাইনালে ওঠেননি
স্প্রিন্ট এবং হার্ডলস
অনিমেষ কুজুর — ২০০ মিটার, ২০.৭৭ সেকেন্ড, এগোতে পারেননি
তেজস শিরসে — ১১০ মিটার হার্ডল, ১৩.৫৭ সেকেন্ড, এগোতে পারেননি
রেস ওয়াক
সার্ভিন সেবাস্তিয়ান — ২০ কিমি, ১.২৩.০৩, ৩১তম স্থান
রাম বাবু — ৩৫ কিমি, যোগ্যতা অর্জন করতে পারেননি
সন্দীপ কুমার — ৩৫ কিমি, ২:৩৯:১৫, ২৩তম স্থান
লং ডিস্ট্যান্স রানিং
গুলবীর সিং — ১০,০০০ মিটার, ২৯:১৩.৩৩, ১৬তম স্থান
মহিলাদের ফলাফল
জ্যাভলিন
অন্নু রানি — যোগ্যতা অর্জন করতে পারেননি
মিডল ডিস্ট্যান্স রানিং
পূজা ওল্লা — ৮০০ মিটার, ২:০১.০৩, ফাইনালে ওঠেননি
