shono
Advertisement
Novak Djokovic

রজারের 'অভিশাপ' ব্যর্থ করে জোকারের জয়! পিছিয়ে পড়েও উইম্বলডনের কোয়ার্টারে জকোভিচ

তিন ঘণ্টা ১৯ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতলেন সার্বিয়ান মহাতারকা।
Published By: Anwesha AdhikaryPosted: 10:36 AM Jul 08, 2025Updated: 10:36 AM Jul 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার উইম্বলডনের রয়্যাল বক্সে চাঁদের হাট। উপস্থিত সস্ত্রীক কিংবদন্তি প্রাক্তন টেনিস তারকা রজার ফেডেরার। রয়েছেন সস্ত্রীক প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। পুরুষদের সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচ শুরু হতেই উপস্থিত দর্শকদের শিরদাঁড়ায় শিহরণ তুলে দিলেন অস্ট্রেলিয়ার তরুণ তারকা অ্যালেক্স ডি' মিনাউর। প্রতিপক্ষ সার্বিয়ান কিংবদন্তি নোভাক জকোভিচকে প্রথম সেটে কার্যত উড়িয়েই দিলেন।

Advertisement

ব্যবধান ৬-১। সবার মনেই তখন আশঙ্কা দানা বাঁধছে। তা হলে কি এবারের উইম্বলডনে আরও একটা অঘটন ঘটতে চলেছে? না। তেমন কিছু ঘটেনি। কারণ, মিনাউর যাঁর বিরুদ্ধে খেলছিলেন, তিনি জকোভিচ। সাতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন। ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। ২৫তম গ্র্যান্ড স্ল্যাম খেতাবের লক্ষ্যে সেন্টার কোর্টে নেমেছিলেন। অতীতে বহুবার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। ফিরেও এসেছিলেন। এবারও তার ব্যতিক্রম হল না। এক সেট পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে পরবর্তী তিনটি সেট জিতে ১-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ ব্যবধানে মিনাউরকে হারিয়ে সার্বিয়ান কিংবদন্তি পৌঁছে গেলেন উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে। এই নিয়ে উইম্বলডনে ১৬বার কোয়ার্টার ফাইনালে উঠলেন। শেষ আটের যুদ্ধে তাঁর প্রতিপক্ষ ফ্ল্যাভিও কোবোলি।

তিন ঘণ্টা ১৯ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতে জকোভিচ জানিয়ে দিলেন তাঁর মনের কোণে জমে থাকা শঙ্কার কথা। মজার ছলেই বললেন, "মনে হয় এই প্রথমবার রজার ফেডেরার আমার ম্যাচ দেখল এবং আমি জিতলাম। এর আগে রজার যতবার আমার ম্যাচ দেখতে এসেছিল, ততবারই আমি হেরেছিলাম। অবশেষে অভিশাপ খণ্ডাতে পেরে ভালো লাগছে?" যখন জকোভিচ কথাগুলি বলছিলেন, তখন নীল সুট পরে রয়‍্যাল বক্সে বসে থাকা সুইস কিংবদন্তি মিটিমিটি হাসছেন। জকোভিচ যোগ করলেন, "রজারের এখানে উপস্থিত থাকাটা অসাধারণ ঘটনা। চ্যাম্পিয়ন খেলোয়াড়। ওকে আমি ভীষণ শ্রদ্ধা করি। আমরা দীর্ঘদিন ধরে টেনিসের কোর্টে প্রতিদ্বন্দ্বিতা করেছি। উইম্বলডন রজারের প্রিয় টুর্নামেন্ট। এবং ওর এখানে ফিরে আসাটা দুর্দান্ত ব্যাপার। উইম্বলডনে এখনও পর্যন্ত রজারই যে সবথেকে সফল খেলোয়াড়, তা নিয়ে কোনও সন্দেহ নেই।" এক কিংবদন্তি অপর কিংবদন্তিকে প্রশংসায় যখন ভরিয়ে দিচ্ছিলেন, তখন উপস্থিত দর্শকরা দুইজনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তারিয়ে তারিয়ে উপভোগ করছিলেন। জকোভিচ আরও বলেন, "মাঝেমাঝে ভাবছিলাম, রয়‍্যাল বক্সে ওই যে ভদ্রলোকটি বসে আছে, তার মতো যদি সার্ভ এবং ভলি করতে পারতাম তা হলে কী দারুণই না হতো!"

জকোভিচের জয়ের পর সোশ্যাল মিডিয়ায় নিজের উচ্ছ্বাস গোপন করলেন না প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, 'দুর্দান্ত একটা ম্যাচ দেখলাম। গ্লাডিয়েটর (পড়ুন নোভাক জকোভিচ) ছিলেন নিজের ছন্দে।' এর আগে ক্রিকেটের রাজপুত্র ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান চার্লস লারাও উপস্থিত হয়েছিলেন উইম্বলডনে খেলা দেখতে। মহিলাদের সিঙ্গলসে অঘটন ঘটিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন বেলিন্ডা বেনচিচ। তিনি ৭-৬ (৭-৪), ৬-৪-এ হারালেন ১৮তম বাছাই একাতেরিনা আলেকজান্দ্রোভাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তিনটি সেট জিতে ১-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ ব্যবধানে মিনাউরকে হারিয়ে সার্বিয়ান কিংবদন্তি পৌঁছে গেলেন উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে।
  • জকোভিচ যোগ করলেন, "রজারের এখানে উপস্থিত থাকাটা অসাধারণ ঘটনা। চ্যাম্পিয়ন খেলোয়াড়। ওকে আমি ভীষণ শ্রদ্ধা করি।
  • জকোভিচের জয়ের পর সোশ্যাল মিডিয়ায় নিজের উচ্ছ্বাস গোপন করলেন না প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
Advertisement