shono
Advertisement
Satwik-Chirag

ফের তীরে এসে ডুবল তরী! চায়না মাস্টার্স ফাইনালেও হার সাত্ত্বিক-চিরাগ জুটির

এক সপ্তাহের ব্যবধানে দু-দু'টি ফাইনাল হেরে গেলেন সাত-চি জুটি।
Published By: Prasenjit DuttaPosted: 06:51 PM Sep 21, 2025Updated: 06:51 PM Sep 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সপ্তাহের ব্যবধানে দু-দু'টি ফাইনাল হেরে গেলেন সাত-চি জুটি। গত রবিবার হংকং ওপেনে হেরে গিয়েছিলেন। আর এই রবিবার, ২১ সেপ্টেম্বর, সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টিরা পরাস্ত হলেন চায়না মাস্টার্সে।

Advertisement

কোরিয়ান জুটি সিও সেউং জে এবং কিম ওন হো-র কাছে মাত্র ৪১ মিনিটে হার স্বীকার করল ভারতীয় জুটি। খেলার ফলাফল ২১-১৯, ২১-১৫। গোটা টুর্নামেন্টে সাত্ত্বিকসাইরাজ এবং চিরাগ জুটি দুর্দান্ত ছন্দে ছিলেন। সেই কারণে ফাইনালে কোরিয়ান জুটির কাছে এভাবে তাঁদের আত্মসমর্পণ করতে দেখে ভারতীয় সমর্থকরা হতাশ।

রাউন্ড অফ থার্টি টুয়ের পর থেকে সাত-চি জুটিকে অপ্রতিরোধ্য মনে হয়েছিল। সমস্ত ম্যাচ স্ট্রেট গেমে জিতে ফাইনালে পৌঁছেছিলেন তাঁরা। তবে ফাইনালে গিয়ে হয়তো প্রত্যাশার চাপ সামলাতে পারলেন না তাঁরা। প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই করেও হেরে যান তাঁরা। দ্বিতীয় গেমেও হার মানেন ভারতীয় জুটি। এভাবে ফাইনাল জয়ের স্বপ্ন পূরণ হল না তাঁদের।

সাত্ত্বিক-চিরাগের শেষবার শিরোপা জয় ২০২৪ সালের মে মাসে। সেই বছর থাইল্যান্ড ওপেন জিতেছিলেন তাঁরা। হংকং ওপেনে চিনা শাটলারদের কাছে প্রথম গেমে ২১-১৯ ব্যবধানে জিতলেও বাকি দু’টি গেম ১৪-২১, ১৭-২১ ব্যবধানে হেরে যান সোনা হাতছাড়া হয়েছিল ভারতীয় জুটির। আর আবারও ফাইনালে হেরে গেলেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত রবিবার হংকং ওপেনে হেরে গিয়েছিলেন ভারতীয় জুটি।
  • আর এই রবিবার, ২১ সেপ্টেম্বর, সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টিরা পরাস্ত হলেন চায়না মাস্টার্সে।
  • কোরিয়ান জুটি সিও সেউং জে এবং কিম ওন হো-র কাছে মাত্র ৪১ মিনিটে হার স্বীকার করল ভারতীয় জুটি।
Advertisement