shono
Advertisement
Asia Cup hockey

অনুমতি দিতে নারাজ শাহবাজ প্রশাসন, এশিয়া কাপ হকিতে দল পাঠাচ্ছে না পাকিস্তান

পাকিস্তান দল না পাঠানোয় ভাগ্য খুলল বাংলাদেশের।
Published By: Subhajit MandalPosted: 12:04 PM Aug 07, 2025Updated: 12:04 PM Aug 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ হকিতে দেখা যাবে না পাকিস্তানকে। পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর আবহে ভারতে দল পাঠাচ্ছে না পাক হকি সংস্থা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে হকি ইন্ডিয়ার শীর্ষকর্তা জানিয়েছেন, ভারতে এশিয়া কাপের জন্য দল পাঠাতে নারাজ পাকিস্তান।

Advertisement

২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। আয়োজক দেশ ভারত ছাড়াও এশিয়া কাপের ১২তম সংস্করণে অংশ নেওয়ার কথা জাপান, কোরিয়া, চিন, মালয়েশিয়া, ওমান, চাইনিজ তাইপে এবং পাকিস্তানের। আগামী বছর নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে বসতে চলেছে বিশ্বকাপের আসর। তার আগে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব এই এশিয়া কাপ।

পহেলগাঁও হামলার পর আদৌ পাক দলকে ওই প্রতিযোগিতার জন্য ভিসা দেওয়া হবে কিনা সেটা নিয়ে সংশয় ছিল। কিন্তু শেষ পর্যন্ত ভারত সরকার পাক দলকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদেশমন্ত্রক। কিন্তু ভিসা পাওয়ার পর বেঁকে বেসেছে পাকিস্তানই। পাক হকি ফেডারেশনের তরফে হকি ইন্ডিয়াকে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁরা ভারতে দল পাঠাতে পারছে না। সে দেশের সরকারও নাকি ভারতের অনুরূপ অবস্থান নিয়েছে। পাকিস্তানও ভারতে কোনওরকম দল পাঠাতে নারাজ। যার ফলে এশিয়া কাপে খেলা হচ্ছে না পাকিস্তানের। তবে পাকিস্তান না থাকলেও এশিয়া কাপ হকি সাত দলেরই হচ্ছে। পাকিস্তানের বদলে ওই টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হচ্ছে বাংলাদেশকে।

অন্যদিকে, ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর চেন্নাই এবং মাদুরাইতে অনুষ্ঠিত হওয়ার কথা জুনিয়র হকি বিশ্বকাপ। সেখানেও কিন্তু অনিশ্চিত পাকিস্তান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এশিয়া কাপ হকিতে দেখা যাবে না পাকিস্তানকে।
  • পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর আবহে ভারতে দল পাঠাচ্ছে না পাক হকি সংস্থা।
  • এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে হকি ইন্ডিয়ার শীর্ষকর্তা জানিয়েছেন, ভারতে এশিয়া কাপের জন্য দল পাঠাতে নারাজ পাকিস্তান।
Advertisement