shono
Advertisement
Junior World Cup

ভারতে খেলার অনুমতি দিতে নারাজ পাক প্রশাসন! জুনিয়র বিশ্বকাপ হকি 'বয়কট' পাকিস্তানের

২৮ নভেম্বর থেকে চেন্নাই এবং মাদুরাইয়ে বসতে চলেছে বিশ্বকাপের আসর।
Published By: Prasenjit DuttaPosted: 12:03 PM Oct 24, 2025Updated: 12:03 PM Oct 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা ছিলই। এবার তাতে সিলমোহর দিয়ে ভারতে আয়োজিত জুনিয়র বিশ্বকাপ হকি থেকে নাম তুলে নিল পাকিস্তান। ২৮ নভেম্বর থেকে চেন্নাই এবং মাদুরাইয়ে বসতে চলেছে বিশ্বকাপের আসর। তাতে অংশগ্রহণ করবে না জুনিয়র পাক দল। এর আগে হকি এশিয়া কাপ থেকে নাম তুলে নিয়েছিল তারা। এবার সেদেশের সরকারের সঙ্গে আলোচনার পর জুনিয়র হকি বিশ্বকাপেও দল পাঠাবে না পাক দল। 

Advertisement

পাকিস্তান হকি ফেডারেশনের সচিব রানা মুজাহিদ সংবাদমাধ্যমকে বলেন, "বর্তমান পরিস্থিতি অনুকূল নয়। এশিয়া কাপ ক্রিকেটে ভারতীয় খেলোয়াড়রা আমাদের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেনি। মহসিন নকভির কাছ থেকে ট্রফি পর্যন্ত নিতে চায়নি। যা লজ্জাজনক। এই আচরণ থেকেই বোঝা যায়, আমাদের প্রতি ওদের মনোভাব।" প্রসঙ্গত, গ্রুপ বি'তে ভারত, চিলি এবং সুইজারল্যান্ডের সঙ্গে ছিল পাকিস্তানও।

পিএইচএফ-এর এক শীর্ষ কর্তা জানিয়েছেন, পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, "সরকার এবং পাকিস্তান স্পোর্টস বোর্ডের পরামর্শ চেয়েছিলাম আমরা। দুই দেশের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি অস্থির। নিরাপত্তা সংক্রান্ত কারণে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।" তিনি আরও জানিয়েছেন, বিষয়টি ইতিমধ্যেই আন্তর্জাতিক হকি ফেডারেশনকে জানানো হয়েছে।

পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পর থেকেই প্রশ্ন ওঠে, ভারতের মাটিতে কি খেলতে আসবে পাক দল? হকি এশিয়া কাপ থেকে দল তুলে নেওয়ার পর ভবিতব্য ছিল, জুনিয়র বিশ্বকাপ থেকেও হয়তো দল তুলে নেবে পাকিস্তান। এবার তাতে সিলমোহর দিয়ে বিশ্বকাপও বয়কট করল তারা। মোট ২৪ দল জুনিয়র বিশ্বকাপ খেলার কথা। এর মধ্যে ২৩টি দল আগেই ভারতে আসার কথা জানিয়েছিল। কিন্তু পাকিস্তান বেঁকে বসল। পরিবর্ত হিসাবে কি সুযোগ দেওয়া হবে অন্য কোনও দলকে? নাকি ২৩ দল নিয়েই আয়োজিত হবে বিশ্বকাপ? সিদ্ধান্ত এখন বিশ্ব হকি নিয়ামক সংস্থার কোর্টে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতে আয়োজিত জুনিয়র বিশ্বকাপ হকি থেকে নাম তুলে নিল পাকিস্তান।
  • এর আগে হকি এশিয়া কাপ থেকে নাম তুলে নিয়েছিল তারা।
  • এবার সেদেশের সরকারের সঙ্গে আলোচনার পর জুনিয়র হকি বিশ্বকাপেও দল পাঠাবে না পাক দল। 
Advertisement